ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচী

প্রকাশিত: ০৬:১৬, ২৪ এপ্রিল ২০১৬

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ হামলা ও মৃত্যুর মিছিল পরিত্যাগ করে সবাইকে একসঙ্গে আলোর পথে হাঁটার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচী থেকে এ ডাক দেয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে পাঁচ দিনব্যাপী কর্মসূচী। সন্ধ্যায় আলোক প্রজ্বালনের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দুর্বৃত্তদের হাতে সকালে খুন হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তমনা এই শিক্ষক। তনু হত্যাকাণ্ডের এক মাস পার হয়ে যাওয়ার পরও হত্যাকারীদের চিহ্নিত না করতে পারা এবং আরেকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে নাসির উদ্দিন ইউসুফ বলেন, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল তনুর জন্য। কিন্তু সেই তনুর মিছিলে যুক্ত হয়েছে নতুন নাম। আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের ক্ষোভ ও বেদনা হচ্ছে- এ জায়গায় কেন একজন সাংস্কৃতি কর্মীকে জীবন দিতে হবে। কেন স্বাধীন দেশে একজন নাগরিককে জীবন দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা বার বার বাধাগ্রস্ত হচ্ছে। কখনও রাজনীতি দ্বারা আবার কখনও দুর্বৃত্তদের দ্বারা। স্বাধীন বাংলাদেশে আমাদের যে স্বপ্ন ছিল তা ধুলায় মিশেছে। এ সময় অবিলম্বে তনু হত্যাকা-ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ বলেন, বাংলাদেশে এখনও প্রগতিশীল, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতির বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে। আসুন ঐক্যবদ্ধ হই। যার যার দায়িত্ব সে সে পালন করি। সরকারের দায়িত্ব সকল হত্যাকা-ের বিচার করা এবং সাংস্কৃতিক কর্মীদের কাজ সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে সংস্কৃতিকে সুদৃঢ় করা। তিনি আরও বলেন, আমরা চাই সকল ধরনের হত্যাকা-ের অবসান হোক। সকল হত্যাকা-ের বিচার হোক। যদি দ্রুত তনু হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার ও বিচার না হয় তা হলে আমরা আবার রাজপথে নামতে দ্বিধা করব না। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় আলোক প্রজ্বালন কর্মসূচীতে অংশ নেনÑ কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ছামাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য মানজার চৌধুরী সুইট প্রমুখ। সোহাগী জাহান তনু হত্যার বিচার এবং সারাদেশে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠন দুটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ফয়সাল মাহমুদ। তিনি বলেন, ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা বেষ্টনীতে তনু হত্যার প্রতিবাদে সারাদেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, নারী সংগঠন সর্বস্তরের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসে। আমরা প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে এ নৃশংসতার বিচার চেয়ে আসছি। কিন্তু সরকার আমাদের প্রতিবাদ-বিক্ষোভের পরোয়া না করে বিচারহীনতার ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই এসবের প্রতিবাদে আমরা সারাদেশে অর্ধবেলা হরতালের আহ্বান করছি। হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ হরতাল ন্যায়বিচার থেকে বঞ্চিত জনগণের হরতাল। আমাদের এ হরতাল শুধুমাত্র তনু হত্যার বিচার দাবিতে নয়। সারাদেশে পাহাড় কি সমতলে নারীর ওপর ধর্ষণ-যৌন নির্যাতনের বিচার এবং গুম-খুন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আমাদের ধারাবাহিক সংগ্রামের অংশ।
×