ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ মে প্রকাশ হতে পারে

প্রকাশিত: ০৬:২৫, ২১ এপ্রিল ২০১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ মে প্রকাশ হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ বা ১১ মে প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান সাংবাদিকদের জানান, ফল প্রকাশের তারিখ নির্ধারণে কমিটির তরফে প্রস্তাব পাঠানো হয়েছে। এতে ১০ বা ১১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব দেয়া হয়েছে। এ হিসেবে পরীক্ষা সম্পন্ন হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশিত হবে। গত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় আর ১৫ থেকে ১৯ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দেশের ২৮ হাজার ১১৯ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩ ছাত্র এবং আট লাখ আট হাজার ৫৯০ ছাত্রী। রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারেন।
×