ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশালে নৌযান ধর্মঘট

প্রকাশিত: ০৪:২৬, ২১ এপ্রিল ২০১৬

বরিশালে নৌযান ধর্মঘট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূইয়া জানান, একই দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘট আহ্বান করেছিলেন। মাদক বিক্রেতার দণ্ড সংবাদদাতা, শাহজাদপুর, (সিরাজগঞ্জ), ২০ এপ্রিল ॥ শাহজাদপুরে থানা পুলিশ আব্বাস নামে এক মাদক বিক্রেতার ছয় মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শাহজাদপুর থানা পুলিশ পৌর এলাকার রামবাড়ী মহল্লার জিন্দার আলীর পুত্র মাদক সম্রাট আব্বাসকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ফেনসিডিলসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ এপ্রিল ॥ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-৫, সদস্যরা পতœীতলা উপজেলার শিহাড়া বাজার থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে। এরা হলো এনামুল হক ও বাবুল মিয়া। বিকাশের টাকা লুট স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মোবাইলে টাকা পাঠাতে দেরি হওয়ায় বিকাশ এজেন্টে হামলা চালিয়ে ভাংচুরসহ ব্যবসায়ীকে মারধর করে চারটি মোবাইল ফোন ও ৪০ হাজার টাকা লুট করেছে চিহ্নিত বখাটেরা। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে। বাজারের তরী টেলিকমের মালিক খোকন চন্দ্র ম-ল অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেজহার গ্রামের জনৈক তৈয়ব আলী সরদার তার মোবাইলে লোড করার জন্য পঞ্চাশ টাকা দিয়ে যায়। ৫০ টন জাটকা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২০ এপ্রিল ॥ ট্রাকবোঝাই ৫০ টন জাটকা আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা ব্যবসায়ী শাহজালাল বেপারীকে দেড় বছর, চালক আশ্রাফ আলীকে এক বছর ও হেলপার ফজলে রাব্বিকে ৩ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য সংরক্ষণ আইনে এ দ-াদেশ দেন। বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২০ এপ্রিল ॥ পাথরঘাটায় বাল্যবিবাহের প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় বুধবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল আহমেদ। আল্টিমেটাম নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ এপ্রিল ॥ মহাদেবপুর উপজেলায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের গ্রেফতার ও থানার ওসির অপসারণ দাবিতে বুধবার নওহাটা মোড়ে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা। নওগাঁ-রাজশাহী মহাসড়কের ধারে এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আগামী ২৬ এপ্রিলের আগে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে ২৬ এপ্রিল আরও বড় আকারে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালনের আল্টিমেটাম দেয়া হয়। বাল্যবিয়ে ॥ বর-কাজীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ এপ্রিল ॥ সদর উপজেলার চিলারং ইউনিয়নে নাবালিকা কন্যাকে বিয়ে করতে যাওয়ায় বর ও কাজীকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালুর ছেলে ইসলাম চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে এক নাবালিকাকে বিয়ে করতে যায়। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল হক প্রধান কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধের নির্দেশ দেন। শিশু ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ এপ্রিল ॥ সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের মুর্জাবর্ণী (প্রধান পাড়া) গ্রামের এক কৃষকের নয় বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, সন্ধ্যায় আমার মেয়ে ছাগল আনার জন্য বাড়ি থেকে ১শ’ গজ পূর্বে নদীর পাড়ে যায়। এ সময় পাশের গ্রামের মকবুল হোসেনের পুত্র সোহেল (২২) তাকে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ফলে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কলেজছাত্রের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবার নওহাটা পাইকপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে হাসান আলী (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এসআই সেকেন্দার আলী জানান, সকালে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। হাসান আলী পাইকপাড়া এলাকার মোজামের ছেলে ও নওহাটা ডিগ্রি কলেজের একাদশের শিক্ষার্থী। রেস্তরাঁর রান্নাঘরে জেলা প্রশাসক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাসি খাবার পরিবেশনের অভিযোগে নগরীর মিষ্টির দোকান, চাইনিজ রেস্তরাঁ ও ভ্যারাইটিজ স্টোরসহ সাতটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বুধবার দুপুরে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিটি রেস্তরাঁর রান্নাঘরে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক। ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ এপ্রিল ॥ বুধবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। জানা গেছে, সকাল ১০টার দিকে ‘হাওড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে চল্লিশা এলাকায় ওই ব্যক্তি রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হকার্স লীগ নেতাকে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ এপ্রিল ॥ সাভারে হকার্স লীগের নেতা জাকির হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার গভীর রাতে সাভার পৌর এলাকার দিলখুশাবাগে এ ঘটনা ঘটে। আহত হকার্স লীগ নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের নিজ দোকানে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সাভার থানা হকার্স লীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। বখাটের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২০ এপ্রিল ॥ নড়াইলে যৌন হয়রানির অভিযোগে ইব্রাহিম মীনা (২৫) নামে এক যুবককে ২ বছরের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ সাজা প্রদান করেন। পাচারকারী আটক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২০ এপ্রিল ॥ সোনার বারসহ ১ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে শফিউল ইসলামকে ২টি সোনার বারসহ আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা। নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ এপ্রিল ॥ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রীতি সম্মেলন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বুধবার দুপুরে উপাচার্যের বাসভবন কার্যালয়ে এ আয়োজন করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২০ এপ্রিল ॥ রায়পুরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পৌর শহরের কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এ অভিযানের নেতৃত্ব দেন।
×