ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুম্বাই-ব্যাঙ্গালুরুর ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: ০৬:৪৩, ২০ এপ্রিল ২০১৬

মুম্বাই-ব্যাঙ্গালুরুর ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভারতীয় তারকা রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় দু-দলের জন্যই এটি ঘুরে দাঁড়ানোর লড়াই। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে ধরাশায়ী হয় ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই। ঠিক একই ব্যবধানে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে খেই হারায় ব্যাটিং-নির্ভর ব্যাঙ্গালুরু। এমন ভয়ঙ্কর ব্যাটিং টুর্নামেন্টে আর কোন দলের নেই। যেখানে নেতৃত্বে সুপার সেনসেশনাল কোহলি। আছেন এবি ডি ভিলিার্স, ক্রিস গেইল ও শেন ওয়াটসনÑ প্রতি নাম প্রতিপক্ষ বোলিংয়ে ভয় ধরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। ২২৭ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ম্যাচেই হায়দরাবদের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। ব্যাট হাতে ঝড় বইয়ে দেন কোহলি (৫১ বলে ৭৫) ও এবি (৪২ বলে ৮২)। ফের এই দু-জনের দুরন্ত হাফসেঞ্চুরির সৌজন্যে ১৯১ রান করেও দিল্লীর কাছে ৭ উইকেটে হেরে বসে তারকাখচিত দলটি। বোলিংই মূল সমস্যা। যদিও ব্যাট হাতে রান পাচ্ছেন না গেইল। দুই ম্যাচে ১ ও ০ রান কের আউট হন জ্যামাইকান হিরো। অবশ্য এ নিয়ে চিন্তিত নন অধিনায়ক। কোহলি বলেন, ‘আমি নিশ্চিত এই আসরে যে কোন সময় ভাল করবে সে। সম্ভবত আমাদের খুব প্রয়োজনের সময়ই একটা সেঞ্চুরি মেরে দেবে! আমি গেইলকে নিয়ে মোটেই উদ্বিগ্ন নই। কারণ, অন্যরা ভাল করছে। কেউ ব্যর্থ হলে ক্রিকেটে অন্যদের হাল ধরতে হয়।’ অন্যদিকে আসরের উদ্বোধনী ম্যাচে নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৯ উইকেটে হারে মুম্বাই। অবশ্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮৭ রান চেজ করে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় রোহিতবাহিনী। ৫৪ বলে অপরাজিত ৮৪ রান করে অধিনায়কই হন ম্যাচসেরা। ২২ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে তাতে অবদান ছিল জস বাটলারের। কিন্তু তৃতীয় ম্যাচেই ১৪২ রানে থেমে গিয়ে হায়দরাবাদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার। ব্যাটিংয়ে রোহিতের সঙ্গী মার্টিন গাপটিল, পার্থিব প্যাটেলরা এখনও সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে মুম্বাই শিবিরে রয়েছে দারুণ সব বোলারÑ টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনঘান, জাসপ্রিত বুমরা, হরভজন সিং ও হারদিক পান্ডিয়া। স্কোর বোর্ডে ভাল রান থাকলে বল হাতে দলকে জেতানোর ক্ষমতা রাখেন তারা। শ্রীনাথ অরবিন্দ, হার্ষাল প্যাটেল, যুবেন্দ্র চাহাল, পারভেজ রসুলদের নিয়ে ব্যাঙ্গালুরুর বোলিং আসলেই সাদামাটা। যেখানে ব্যতিক্রম নাম কেবল ওয়াটসন। সে অর্থে ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ লড়াইটা হতে পারে ব্যাঙ্গালুরুর ব্যাটিং ‘বনাম’ মুম্বাইর বোলিংয়ের মধ্যে।
×