ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া থিয়েটারের বৈশাখী মেলার সমাপ্তি

প্রকাশিত: ০৭:০৮, ১৯ এপ্রিল ২০১৬

বগুড়া থিয়েটারের বৈশাখী মেলার সমাপ্তি

সংস্কৃতি ডেস্ক ॥ শেষ হলো বগুড়া থিয়েটার আয়োজিত ৫ দিনব্যাপী বৈশাখী মেলা। বগুড়া শহরের উডবার্ণ পার্কে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা চলে। মেলার শেষ দিন সোমবার কুষ্টিয়ার লালন আশ্রমের কন্যা শিরীনের কণ্ঠে মাতল বৈশাখী মেলা। দর্শকদের অনুরোধে লালন সাঁইজির চেনা-অচেনা নানান গান গেয়ে মুগ্ধ করেন লালনশিল্পী শিরীন। মেলার শেষ দিন সোমবার সকাল ১০টায় আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বগুড়া মিউজিক এ্যাসোসিয়েশন, সুরের ছোঁয়া সঙ্গীত নিকেতন, কণ্ঠসাধন আবৃত্তি সংসদ, বগুড়া নাট্যদল এবং কুষ্টিয়ার লালন একাডেমি। বিকেল ৪টায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বগুড়া থিয়েটার এবং কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। সন্ধ্যায় সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি এএইচ আযম খান। সভায় বক্তব্য রাখেনÑ পু ্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান, বগুড়ার জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিম-লীর সদস্য কামাল বায়োজিদ, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক শামীম আহসান, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর হিমু, আব্দুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী প্রমুখ। প্রতিদিনের মতো পুতুল নাচের দল সকাল থেকেই উডবার্ণ অডিটরিয়ামে ছোট সোনামণিদের কাছে সুতোর টানে নাচে নাচে রূপকথার নানা কল্প কাহিনীর বর্ণনা করে। সব শেষে সানাইয়ের সুরে বিষাদের করুণ রাগ বাজানো হয়। একই সঙ্গে আশার প্রতীক ফানুস উড়িয়ে এবং নতুন প্রজন্মের হাতে মঙ্গলপ্রদীপ তুলে দেয়া হয়। বগুড়া থিয়েটার আয়োজিত ৫ দিনব্যাপী বৈশাখী মেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে ২৯ মে বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে। গত ১ বৈশাখ বৃহস্পতিবার মেলার উদ্বোধন হয়। ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন এটিএনবাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ঢাকায় বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাছুদুর রহমান, এটিএন নিউজের বিক্রয় ও বিপণন বিভাগের উপদেষ্টা শামছুল হুদা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ এম আযম খান।
×