ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্য ২৪ এপ্রিল

প্রকাশিত: ০৬:০২, ১৯ এপ্রিল ২০১৬

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্য ২৪ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৪তম সাক্ষীর জবানবন্দীর দিন থাকলেও সাক্ষ্যগ্রহণ হয়নি। প্রসিকিউশনের সময়ের আবেদনের প্রেক্ষিতে ২৪তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ এপ্রিল দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ ৫টি অভিযোগে বিচারকাজ চলছে। মামলাটি সার্বিকভাবে পরিচালনা করছেন প্রসিকিউটর তুরিন আফরোজ ও প্রসিকিউটর তাপস কান্তি বল। এ মামলায় ৮ আসামির মধ্যে দু’জন এ্যাডভোকেট শামসুল আলম এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। পলাতক ৬ জন হলেনÑ আলবদর বাহিনীর উদ্যোক্তা মোঃ আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল বারী, মোঃ হারুন ও মোঃ আবুল কাসেম। তার আগে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও তারা এতে সাড়া দেয়নি।
×