ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বকেয়া পারিশ্রমিকের দাবিতে নকল নবিসদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৯, ১৮ এপ্রিল ২০১৬

বকেয়া পারিশ্রমিকের দাবিতে নকল নবিসদের মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ বকেয়া পারিশ্রমিক ও স্কেলভুক্ত করার দাবিতে রবিবার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডাকে সারাদেশে মানববন্ধন ও সমাবেশ করে নকলনবিসরা। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রংপুর ॥ বেলা ১১টায় স্থানীয় জিরো পয়েন্ট কাছারি বাজার এলাকায় নারী-পুরুষের সমন্বয়ে নকলনবিসরা জমায়েত হয়ে শুরু করে মানববন্ধন ও সমাবেশ। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। নীলফামারী ॥ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল রশিদ, শাহ আলম, রেজাউল আলম, আনিছুর রহমান, হর্ষবর্ধন, আজিজার রহমান, হিরম্ব কুমার রায়, কামরুজ্জামান প্রমুখ। নওগাঁ ॥ রবিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে নওগাঁ জেলার বিইএমএ সভাপতি আহসান হাবিব বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক আজাহারুল আলম, লুৎফর রহমান, রাজু আহম্মেদ, মোস্তাফিজ্জামান (চপল), নাজিমুদ্দিন, রেজাউল ইসলাম, লোকমান হাকিম, গোলাম সামদানী প্রমুখ। যশোর ॥ মানববন্ধন করেছে নকলনবিস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ সংগঠনের জেলা সভাপতি হায়দার আলী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, সামছুজ্জামান মিলন, মণিরামপুরের রবিউল ইসলাম, শার্শার লিয়াকত আলী, অভয়নগরের ফরহাদ হোসেন, বাঘারপাড়ার বাবুল হোসেন, চৌগাছার আবুল হোসেন, কেশবপুরের শামিমা আক্তার, যশোর সদরের মনিরুল ইসলাম প্রমুখ। মানিকগঞ্জ ॥ বেলা সাড়ে ১১টার দিকে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিস) এ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ রানা, সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি শাকির আহমেদ, দৌলতপুর উপজেলা শাখার কোরবান আলীসহ অন্য নেতৃবৃন্দ। মাদারীপুর ॥ জেলা রেজিস্ট্রার অফিসের সামনে রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে জেলার অর্ধশত কর্মরত কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ এক্সট্রা মোহরার এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি রিপন মাতুব্বর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পলাশ চক্রবর্তী প্রমুখ। কুড়িগ্রাম ॥ রবিবার দুপুরে মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত নকলনবিসরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার এ্যাসোসিয়েশন কুড়িগ্রাম শাখার সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। নাটোর ॥ জেলার সাতটি উপজেলা এ্যাসোসিয়েশনের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেনÑ এ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মনজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, নকলনবিস রাজিয়া সুলতানাসহ নেতৃবৃন্দ। ঠাকুরগাঁও ॥ রবিবার দুপুরে জেলা রেজিস্ট্রি কার্যালয় চত্বর থেকে নকলনবিসরা র‌্যালি নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে সমবেত হয়ে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ নকলনবিস এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম মাহফুজুল ও রেজাউল ইসলামসহ অনেকে।
×