ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৪৪, ১৭ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৪ দশমিক ৪৯ শতাংশ। আর প্রধান সূচক কমেছে দশমিক ৭৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার সরকারী ছুটি থাকায় আলোচ্য সপ্তাহে এক কর্মদিবস কম লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদু্যুত-জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ার দর পর্যবেক্ষণে দেখা যায়, টানা সংশোধনের পর গত প্রায় এক মাস ধরে জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে। গত এক মাসে ২০ থেকে ৩০ শতাংশ হারে বেড়েছে, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, ডেসকোর শেয়ার দর। এর বাইরে ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের দর গত চার মাসে প্রায় তিন গুণে উন্নীত হয়েছে। এক বছরে দ্বিগুণ হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার দর। আগের বছর লোকসানে থাকলেও সর্বশেষ হিসাব বছরে তা থেকে বেরিয়ে এসেছে বিদ্যুত সঞ্চালন প্রতিষ্ঠানটি। জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৯৬ কোটি টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৭ কোটি ২৮ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩ কোটি ৮২ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৫৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ দশমিক ০১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৮ শতাংশ। এদিকে, ডিএসইর সার্বিক বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৭৭ শতাংশ বা ৩৪ দশমিক ৪২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ১৭ শতাংশ বা ২ দশমিক ৮৮ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৯২ শতাংশ বা ৯ দশমিক ৯১ পয়েন্টে। ডিএসইর সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, আমান ফিড, লঙ্কা বাংলা ফাইনান্স, বিএসআরএম স্টিল মিলস লিমিটেড, কেয়া কসমেটিক্স, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, ইবনে সিনা, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন কেবলস, আরামিট, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, জেমিনি সি ফুড, পদ্মা অয়েল, দেশ গার্মেন্টস, ন্যাশনাল টিউবস, আমান ফিড ও প্রগতি লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল হাউজিং, ডরিন পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, আল- আরাফাহ ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, কেয়া কসমেটিক্স, প্রাইম ইসলামী লাইফ, আইটিসি ও তাল্লু স্পিনিং। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির। আর দর কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ৬টি কোম্পানির শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০৩ কোটি ৪৯ লাখ টাকার। সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
×