ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

ইবির মেধাবী ছাত্র আল আমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ এপ্রিল ২০১৬

ইবির মেধাবী ছাত্র আল আমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোঃ আল-আমিনের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা না করিয়েই দেশে ফেরত আনতে হয়েছে। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর তাগিদ দিয়েছেন পেয়ারলেস হাসপাতালের চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তার পিতা মোঃ রায়হান আলী একজন দরিদ্র কৃষক। আল-আমিন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার অচিন্ত্যপুর গ্রামে তাদের বাড়ি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, আল-আমিনের চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছে তার মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে- ০১৯৮৬-২৯২৩৫২। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে:- মোঃ আবুল খায়ের, অগ্রণী ব্যাংক লিঃ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা,কুষ্টিয়া, হিসাব নং:-০২০০০০৩০৯৪৪৫৭। বিকাশ নং:-০১৯৮৬-২৯২৩৫২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×