ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পরিবেশ কর্মকর্তার বিরুদ্ধে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:২২, ১৩ এপ্রিল ২০১৬

কক্সবাজারে পরিবেশ কর্মকর্তার বিরুদ্ধে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরসহ জেলা জুড়ে পাহাড় কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিবেশ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলামের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বন ও পরিবেশ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেছে কক্সবাজার সোসাইটি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের মাধ্যমে স্মারকলিপি প্রেরণকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ, সাংবাদিক আমান উল্লাহ, আনোয়ার হাসান চৌধুরী, এ্যাডভোকেট আহসান উল্লাহ, ড. নুরুল আবছার, শামসুল আলম ও প্রবাল চক্রবর্তী। আড়িয়াল খাঁ নদে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ এপ্রিল ॥ সদর উপজেলার নতুন মাদারীপুরের নারীরা মঙ্গলবার দুপুরে আড়িয়াল খাঁ নদে নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় তারা মাদারীপুর পৌর মেয়রের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। জানা গেছে, প্রায় ৬-৭ বছর ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার আড়িয়াল খাঁ নদে ভাঙ্গন দেখা দেয়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভাঙ্গন এলাকায় একটি নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি তুলে। এ দাবিতে ওই এলাকার নারীরা মঙ্গলবার দুপুরে মাদারীপুর পৌরসভায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা মেয়রের কাছে বাঁধ নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি দেন। এ সময় মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বিক্ষোভকারীদের নদী রক্ষা বাঁধ নির্মাণের আশ^াস দেন। নাটোরে হিটস্ট্রোকে কলেজছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ নাটোরের হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ইয়াদুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের ইয়াসিন মোল্লার পুত্র ও নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র। ইয়াদুলের পরিবার ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ঘাস কাটার জন্য নদী পারাপারের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ইয়াদুল। এ সময় আশপাশের লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ৭টায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যায় ইয়াদুল।
×