ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মেয়র মান্নানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৭:৫৫, ১২ এপ্রিল ২০১৬

মেয়র মান্নানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেয়রের বরখাস্তের আদেশে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন বাতিল করেছেন আপীল বিভাগ। সেইসঙ্গে কারাগারের যে তিন চিকিৎসক মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়ার সুপারিশ করেছিলেন, তাদেরও তলব করা হয়েছে। অন্যদিকে ইন্ডাস্ট্রি বন্ধ করে (শাট ডাউন) স্থানান্তর করা হবে এই শর্ত সাপেক্ষে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিন ট্যানারি মালিক। সোমবার আপীল বিভাগে ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মেয়র মান্নানের এক আবদনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
×