ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীর দোকানে দোকানে চলছে বৈশাখী মূল্যছাড়

প্রকাশিত: ০৫:৪৬, ১২ এপ্রিল ২০১৬

রাজধানীর দোকানে দোকানে চলছে বৈশাখী মূল্যছাড়

রহিম শেখ ॥ আর একদিন পর পহেলা বৈশাখ। নববর্ষ বরণ করে নিতে সাজ পোশাক কিংবা খাবারে বাঙালিয়ানায় নিজেকে ফুটিয়ে তুলতে চৈত্রের দাবদাহে পুড়ছে নগরবাসী। পোশাক কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে কালবৈশাখীর মতো মার্কেট কিংবা বিপণীবিতানে ছুটছেন ক্রেতারা। শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতা আকর্ষণে চলছে বিভিন্ন অফার। কোথাও বৈশাখী অফার, টর্নেডো অফার, বৈশাখী তুফান অফার, কোথাও ধামাকা অফার, আবার কোথাও বৈশাখী মূল্যছাড়ের নামে বিশেষ ছাড়ের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন কোম্পানি। পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতো, স্বর্ণ, হীরা, ফার্নিচার, ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রিক পণ্যের দোকানগুলোতে চলছে এমন সব অফার। মূল্যছাড়ের তালিকায় বাদ যায়নি বিউটি পার্লারও। মোবাইল অপারেটর কিংবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বৈশাখী সেবার নামে অফার ঘোষণা করেছে। সেই সঙ্গে যোগ হয়েছে বৈশাখের বিভিন্ন গিফট আইটেম। সব মিলিয়ে বৈশাখ যেন ষোলোআনা বাঙালিয়ানায় পূর্ণতা পেতে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা গেছে, বৈশাখের বর্ণিল সাজে সেজেছে দেশীয় ব্র্যান্ডের দোকানগুলো। বিশেষ অফার ঘোষণা দিয়ে ফ্যাশন হাউসগুলো ছেলেদের লাল, সাদা, হলুদসহ বাহারি রঙের পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট বাজারে এনেছে। মেয়েদের জন্য রয়েছে, সালোয়ার-কামিজ, টপস, থ্রি-পিস। শুধু কি তাই, বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন ডিজাইনের জামাকাপড়। সব আয়োজনই বৈশাখ বরণের জন্য। অন্যমেলা, কে-ক্রাফট, তহু’স ক্রিয়েশন্স, বাংলার মেলা, নিপুণ, প্রবর্তনা, দেশাল, ফড়িং, চরকা, বাসন্তী ফ্যাশনে মূল্যছাড় দেয়া হয়েছে। এ ছাড়া বসুন্ধরা, নিউমার্কেট, গাউছিয়া, বঙ্গবাজার, আজিজ সুপার মার্কেট ও মিরপুর এলাকার কিছু ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে দেয়া হয়েছে বিশেষ মূল্য ছাড়। নববর্ষ উপলক্ষে পোশাক কিংবা খাবারের পাশাপাশি ছাড় দিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্যে। বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন ক্রেতা সাধারণের জন্য ‘বৈশাখী টর্নেডো অফার’ নামে ১০টিরও বেশি মডেলের এলইডি টিভিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, গ্রাহকদের বাংলা নববর্ষের উপহার দিতে ভুলেনি ওয়ালটন। আর সেজন্যই এলইডি টিভির দামে বিশেষ ছাড় দিতে ঘোষণা করা হয়েছে ‘বৈশাখী টর্নেডো অফার’। সিঙ্গার ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে ‘বৈশাখী তুফান অফার’। সিঙ্গারের প্রায় সব পণ্যে ৩ হাজার থেকে ২০ হাজার টাকার বিশেষ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এছাড়া বৈশাখ উপলক্ষে র‌্যাংগস, ভিশন, বাটারফ্লাই বিশেষ মূল্যছাড় দিয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে হাল ফ্যাশনের সঙ্গে মিল রেখে জুতো, ব্যাগ ও অর্নামেন্টসের ওপর বিশেষ মূল্যছাড় দিয়েছে বিভিন্ন কোম্পানি। বাটা, এ্যাপেক্স, বে ইম্পোরিয়াম, জেনিস ক্রেতা সাধারণের জন্য ২৫ থেকে ৭০ শতাংশ মূল্য ছাড় দিয়েছে। এ ছাড়া নন ব্র্যান্ড এবং বিদেশী জুতোর ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় দেয়া হয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড, পলওয়েল মার্কেটে, গুলশান, বনানী ও ধানম-ির অভিজাত দোকানসহ নিজস্ব শোরুমগুলোতে এ অফার চলছে। এ ছাড়া সোনা এবং ডায়মন্ডের ওপর দেয়া হয়েছে বিশেষ মূল্যছাড়। আমিন জুয়েলার্স ডায়মন্ডের ওপর ক্রেতা সাধারণের জন্য ৩২ শতাংশ মূল্যছাড় ঘোষণা দিয়েছে। আপন জুয়েলার্সে ৩১ শতাংশ মূল্যছাড়। এছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ড, লিলি, গীতাঞ্জলি, ভেনাস জুয়েলার্স মূল্যছাড় দিয়েছে। রাজধানীর বায়তুল মোকারকম মার্কেট ও চাঁদনীচকসহ গুলশানের প্রতিটি শোরুমে চলছে এসব অফার। বৈশাখ সামনে রেখে সোনা ও ডায়মন্ডের পাশাপাশি মৃৎ ও কাঠশিল্পের বিভিন্ন গহনার চাহিদা রয়েছে। গলার ও কানের দুল সেট ২৫০ টাকা, চুড়ি ২০০ থেকে ৫৮০ টাকা, গলার সেট ১৭০ টাকা, কানের দুল ১০০ টাকা থেকে ২৫০ টাকা, লকেট ৪৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৈশাখ সামনে রেখে সুপারশপ স্বপ্নতে চলছে নানা রকম অফার। ইলিশের চড়া মূল্যের বাজারে সুপার শপ স্বপ্নতে বিশেষ ছাড় দিয়েছে। রাজধানীর পল্টন শাখার স্বপ্ন ম্যানেজার মেহেদুদ জামান জানান, বৈশাখে লাইফস্টাইলের বিষয়টি মাথায় রেখে ইলিশের পাশাপাশি এবার জামাকাপড়েও ছাড় দিচ্ছে। রাজধানীর সব আগোরা আউটলেটটিতে এবারের নববর্ষে বিভিন্ন ভোগ্যপণ্যে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। সুপারশপ মিনাবাজারে যে কোন পণ্যে ৫ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সামনে রেখে টেলিযোগাযোগ খাত প্রতিবারের মতো নতুন সাজে সাজতে শুরু করেছে। বেশ কয়েকটি অপারেটর এ ক্ষেত্রে নিয়ে আসছে নতুন অফার। আবার হ্যান্ডসেট কোম্পানিগুলোও ইতোমধ্যেই নতুন বাংলা বছরকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করছে। এ ক্ষেত্রে অপারেটর এবং হ্যান্ডসেট কোম্পানিগুলোর বিজ্ঞাপনের সংখ্যাও গেছে বেড়ে। বাংলা নতুন বছর সামনে রেখে গ্রাহক ধরতে কোম্পানিগুলো এসব ঘোষণা দিচ্ছে। গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক ও সিটিসেল এসব নতুন প্যাকেজ ঘোষণা করেছে। ল্যাপটপ ও মোবাইল হ্যান্ডসেট কোম্পানিগুলো বৈশাখ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে। কোম্পানির হেড অব মোবাইল হাসান মেহেদি জনকণ্ঠকে জানান, বিশেষ একটি উপলক্ষকে ধরে বাজারে সেবাপণ্য আসার বিষয়টি নতুন নয়। নতুন গ্রাহকদের কথা মাথায় রেখে স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেয়া হচ্ছে। আরেক মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনি ক্রেতাদের জন্য দিচ্ছে শতভাগ ক্যাশব্যাক অফার। বৈশাখী সেবার নামে অফার ঘোষণা করেছে দেশের অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান । বর্ষবরণ উপলক্ষে বৈশাখী অফার দিতে পিছিয়ে নেই পার্লারগুলোও। পহেলা বৈশাখের বিশেষ সাজে নারীকে সাজাতে দেয়া হচ্ছে বিশেষ অফার। বৈশাখী সাজের পুরোটাই মাত্র ১৫০০ টাকায় দিচ্ছে পারসোনা। প্রতিষ্ঠানটির গুলশান, ধানম-ি, মিরপুর এবং উত্তরা আউটলেট খোলা থাকছে পহেলা বৈশাখের দিন ভোর পাঁচটা থেকে সারাদিন। আর অন্যান্য আউটলেট সকাল নয়টা থেকে। আজিজ সুপার মার্কেটের মর্মর শোপিস দোকানে বাংলার ঐতিহ্যের মার্বেল পাথরের বিভিন্ন গিফট আইটেম পাওয়া যাচ্ছে। বন্ধু কিংবা একান্ত প্রিয় মানুষটিকে কাঠ, বাঁশ বা বেত, মার্বেল পাথর দিয়ে বানানো আকর্ষণীয় শোপিস উপহার হিসেবে দিতে পারেন। এ ছাড়াও নারীর জন্য রয়েছে বৈশাখের নানা ধরনের মাটির ও কাঠের গহনা। এদিকে একশ্রেণীর ক্রেতারা তীব্র গরম ও যানজটের ভোগান্তি এড়াতে ঝুঁকছেন অনলাইনে বৈশাখী পণ্য কেনাকাটায়। দারাজডটকম প্রায় সব ধরনের পণ্যে ৭০ শতাংশ মূল্যছাড় ঘোষণা দিয়েছে। অনলাইন কেনাকাটার অন্যতম প্ল্যাটফর্ম প্রিয়শপডট কমের কাস্টমার ম্যানেজার ইসমত দোহা বলেন, আমরা ফিক্সড প্রাইসে অনলাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে তাদের পছন্দের বৈশাখী পোশাকটি পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিক্রি বেশ বেড়েছে। মেয়েদের শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি ডেলিভারি দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের পণ্যের ডেলিভারি ম্যানদের। ক্রেতারা তাদের ইচ্ছেমতো পণ্য অর্ডার করে বিকাশের মাধ্যমে কেনাকাটা করছেন। এতে তাদের সময় ও শ্রম বেঁচে যাচ্ছে। পণ্যের মান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ক্রেতারা ইচ্ছে করলে অনেক পণ্য একসঙ্গে দেখতে পারছেন এবং পছন্দের পরই তারা তা ক্রয় করছেন।
×