ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান কোচ প্রসঙ্গ- বিকল্প হিসেবে উঠে এসেছে মুদাসসর নজরের নাম

আকিবকে অপেক্ষায় রাখছে পিসিবি

প্রকাশিত: ০৫:০৬, ১০ এপ্রিল ২০১৬

আকিবকে অপেক্ষায় রাখছে পিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেটে ঘটনার শেষ নেই। কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করায় অন্তর্বর্তী (পরামর্শকের) দায়িত্ব দেয়া হয়েছে ওয়াসিম আকরাম ও রমিজ রাজাকে। একইসঙ্গে তারা কোচ নিয়োগ প্যানেলের সঙ্গেও যুক্ত! কিছুদিন ধরে আকিব জাভেদের নাম শোনা যাচ্ছিল। প্রধান কোচের দায়িত্ব নিতে প্রকাশ্যে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন সাবেক এই পেসার। কিন্তু হুট করে বদলে গেছে দৃশ্যপট। মাঠ ও মাঠের বাইরে পাকিস্তানে যেমনটা হয়! ওয়াসিম-রমিজের পরামর্শে বোর্ড (পিসিবি) বিদেশী কোচ চেয়ে বিজ্ঞাপন দেয়ায় চটেছেন আকিব। সাফ জানিয়ে দিয়েছেন, কাজ করার কোন ইচ্ছাই তার নেই! তবে তাকে আবেদন করার অনুরোধ জানিয়েছে পিসিবি। সংস্থাটির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য কাশ্মির মনিটর’ এ খবর ছেপেছে। তবে এর প্রতিক্রিয়ায় আকিবের বক্তব্য পাওয়া যায়নি। কোচ হিসেবে পিসিবির সঙ্গে ওয়াকারের আরও দুই মাসের চুক্তি ছিল। কিন্তু নিউজিল্যান্ড সফর, এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর সমালোচনার মুখে পড়েন সাবেক এই তারকা। উদ্ভূত পরিস্থিতিতে অধিনায়ক শহীদ আফ্রিদির পাশাপাশি তিনিও পদত্যাগ করেন। শোনা যাচ্ছিল, আরেক সাবেক আকিবের স্থলাভিষিক্ত হওয়াটা সময়ের ব্যাপার। সেই মতো তার সঙ্গে পিসিবির নাকি কথাও এগিয়ে নিয়েছিল। কিন্তু হুট করে বিদেশী কোচ চেয়ে আন্তর্জাতিক বিজ্ঞাপন দেয়ায় ক্ষুব্ধ তিনি। ৪৩ বছর বয়সী গত কয়েক বছর সফলভাবে সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব পালন করেন। আকিব বলেন, ‘আমি এখনও আমিরাতের প্রধান কোচ। পাকিস্তানের কোচ হতে আবেদন করব না। কারণ তারা বিদেশী কাউকে খুঁজছে বলে শুনেছি।’ কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে তিনি যোগ করেন, ‘যখন বলা হয়, এভাবে আবেদন করাটাই প্রক্রিয়া, তখন খারাপ লাগে। আমি আমার বিশেষত্বটা এমন কাউকে দিতে চাই না, যারা নিজেরা প্রতিশ্রুতি রাখতে জানে না। হুট করেই পিসিবি সিদ্ধান্ত বদলে ফেলল। এটা আমাকে আগে জানানো হলো না কেন?’ পাকিস্তানের খোঁজ রাখেন এমন সবাই জানেন দলটির নেতৃত্ব দেয়া বা কোচিং করানো সহজ নয়। কারণ একজন আরেকজনকে সম্মান করেন না। এমন কি সিনিয়র ক্রিকেটাররা কোচের কথামতো কাজও করতে চান না। পদত্যাগের আগে ওয়াকারের দেয়া রিপোর্টে সেটি উঠে আসে। তবে ধৈর্যশীল বলে পরিচিত পিসিবি প্রধান শাহরিয়ার খান আশাবাদী, সমস্যা কেটে যাবে। বিদায়ী কোচ ওয়াকারের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি আকিব নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করবেন বলে মনে করেন তিনি। সংবাদে আরও বলা হয়, আন্তর্জাতিক বিজ্ঞপ্তির মানে এই নয় যে, বিদেশী কোচই নিয়োগ দেয়া হবে। সুতরাং পিসিবি চাইছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য আকিব আবেদন করুক। অবশ্য তারা বিকল্পও ভেবে রেখেছে। প্রয়োজনে লাহোরে ন্যাশনাল ক্রিকেট এ্যাকাডেমির (এনসিএ) দায়িত্বে থাকা মুদাসসর নজরকে জাতীয় দলের কোচ করা হতে পারে। তার সঙ্গে আকিবের সম্পর্ক বেশ ভাল। দু’জনকে তাই একই সঙ্গে কাজ করার জন্যও ডাকা হতে পারে। অবশ্য এনসিএতে ২৫০ কোটি রুপী বাজেটের কার্যক্রম এখনও চলমান, যেটি পরিচালনায় মুদাসসরের চেয়ে যোগ্য আর কেউ নেই। জুলাইয়ে ইংল্যান্ড সফর, তার আগেই কোচের বিষয়টা সুরাহা করবে পাকিস্তান।
×