ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোস্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৪, ১০ এপ্রিল ২০১৬

সোস্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। শনিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৫ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৪২ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৬.৫৬ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। আর এর সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে। -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক মোঃ হারুনুর রশিদ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৪০ লাখ শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। হারুনুর রশিদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কিনতে পারবেন। উল্লেখ্য, এনসিসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×