ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২২ কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই

প্রকাশিত: ০৪:১৪, ১০ এপ্রিল ২০১৬

২২ কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ২২টি কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। সম্প্রতি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির প্রোফাইল হালনাগাদ করতে গিয়ে অনিরীক্ষিত আর্থিক উপাত্তে অসঙ্গতি পাওয়ায় এ চিঠি দেয় ডিএসই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. স্বপন কুমার বালা জানান, নতুন ওয়েবসাইটে কোম্পানির তথ্য হালনাগাদ করতে গিয়ে ২৯টি কোম্পানির অর্ধবার্ষিক প্রতিবেদনে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। পরে ৭টিকোম্পানি তাদের তথ্য হালনাগাদ করে দেয়ায় বাকী ২২টি কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ডিএসইর ওয়েবসাইটের কোম্পানি প্রোফাইলে অসঙ্গতিপূর্ণ অংশগুলো লাল ফন্টে চিহ্নিত করা হয়েছে। কোম্পানির ব্যাখ্যা পাওয়া গেলে তা সংশোধন করা হবে। স্টক এক্সচেঞ্জ কর্মকর্তারা জানিয়েছেন, অনিরীক্ষিত আর্থিক উপাত্তে গড়মিল থাকা কোম্পানিগুলোর অধিকাংশেরই পূর্ববর্তী প্রান্তিকের উপাত্তের যোগফলে অসঙ্গতি দেখা গেছে, বিশেষ করে শেয়ার প্রতি আয়ে (ইপিএস)। কিছু কিছু কোম্পানির টার্নওভার, পরিচালন মুনাফা, বিবিধ আয়ের যোগফলেও গড়মিল দেখা গেছে। কোম্পানিগুলো চিঠির জবাব দিতে শুরু করেছে, যা দ্রুতই বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হবে। ডিএসই সূত্রে জানা গেছে, শাশা ডেনিমস লিমিটেড হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডিএসইতে প্রদেত্ত উপাত্তে কোম্পানির মুনাফা, বিবিধ আয় ও মৌলিক ইপিএসের ক্ষেত্রে গড়মিল করেছে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ১১ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা, দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করেছে ১৬ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ও তৃতীয় প্রান্তিকে ১১ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। তবে তারা প্রোফাইলে তা দেখিয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকা। মুনাফার পাশাপাশি ইপিএসের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে শাশা ডেনিমসের। কোম্পিানিটির তিন প্রান্তিকের সমন্বিত ইপিএস ৩ টাকা ৯৪ পয়সা হওয়ার কথা থাকলেও তা ৩ টাকা ৬৪ পয়সা দেখানো হযেছে। একই রকম অসঙ্গতি রয়েছে আইএফআইসি ব্যাংকের তথ্য উপাত্তেও। ব্যাংকিং খাতের কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৮০ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৯৮ পয়সা ও তৃতীয় প্রান্তিকে ৫৩ পয়সা। এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড তাদের হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের আয়, পরিচালন মুনাফা ও মৌলিক ইপিএসের তথ্যের যোগফলে গড়মিল করেছে। অসঙ্গতি রয়েছে ইবনে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তিন প্রান্তিকের অনিরীক্ষিত আয়, মুনাফা ও ইপিএসের হিসাবেও। কোম্পানিটি প্রথম প্রান্তিকে ১ টাকা ১৫ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ১ টাকা ৩১ পয়সা ও তৃতীয় প্রান্তিকে ১ টাকা ১৩ পয়সা ইপিএস দেখিয়েছে। তবে তিন প্রান্তিকের যোগফলে তা দেখানো হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। অর্ধবার্ষিকে বিবিধ আয়, মুনাফা ও ইপিএসের হিসেবে গড়মিলের পাশাপাশি প্রথম তিন প্রান্তিকের সমন্বিত হিসেবেও অসঙ্গতি রয়েছে বাংলাদেশ সার্ভিস লিমিটেডের প্রোফাইলে। অর্ধ বার্ষিকের সঙ্গে প্রথম তিন প্রান্তিকে গড়মিল রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ডের মুনাফা ও ইপিএসে। এছাড়া মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালফিন্যান্স কোম্পানি লিমিটেড, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাফকো স্পিনিং লিমিটেড, পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম জেনারেশন লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তিন প্রান্তিকের তথ্যেও একই ধরনের গড়মিল রয়েছে। সদ্য লেনদেন শুরু হওয়া কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের তিন প্রান্েিকর ইপিএসের যোগফলেও একই ভুল দেখা গেছে। এছাড়া তিন প্রান্তিকের সমন্বিত তথ্যে লাল চিহ্ন রয়েছে কিছুদিন আগে লেনদেন শুরু হওয়া রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রোফাইলেও। অর্ধবার্ষিক প্রতিবেদনে হিসেবে গড়মিল করেছে দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ২৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হওয়ায় অর্ধবার্ষিকে তাদের শেয়ার প্রতি লোকসান দেখানোর কথা ৭৩ পয়সা। তবে কোম্পানিটি তাদের প্রোফাইলে অর্ধবার্ষিক ইপিএস (ঋণাত্মক) দেখিয়েছে ৭০পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকের আয়, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পরিচালন মুনাফা এবং ইপিএসের হিসেবে একই ধরণের অসঙ্গতি রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশনস লিমিটেড, ন্যাশনাল পলিমারলিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রোফাইলে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদনে।
×