ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলাম নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৪১, ৯ এপ্রিল ২০১৬

ইসলাম নৈতিক শিক্ষা

১. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে? ক) আখলাকে যামীমাহ খ) নিন্দনীয় চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) আখলাক ২. ইসলামি জীবন দর্শনে সব সদ্গুনের মূল কী? ক) তাওহিদ খ) তাকওয়া গ) আমানত ঘ) আকাইদ ৩. সম্পূণরূূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়? ক) ঢিলা কুলুখ খ) টিস্যু গ) পাথর ঘ) পানি ৪. ইসলামের প্রথম দিকে অনারব মুসলমানগণ কুরআন পাঠে অসুবিধার সম্মুখীন হতেন কেন? ক) যবরের অভাবে খ) নুকতার অভাবে গ) হরকাতের অভাবে ঘ) তাজবিহের অভাবে ৫. কোনটি ঢালস্বরুপ? ক) সাওম খ) সালাত গ) হজ ঘ) যাকাত ৬. কুরআন নাযিলের সূচনা পর্বের বিষয়বস্তু কী ছিল? ক) জান্নাত খ) জাহান্নাম গ) জ্ঞান ঘ) অর্থ ৭. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্য কী? ক) এক ও অদ্বিতীয় খ) অদৃশ্যমান গ) প্রশংসার অধিকারী ঘ) গুণের আধার ৮. সনদের দিক থেকে হাদিস কয় প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ৯. ‘প্রত্যেক নিজ নিজ কর্মের জন্য দায়ী’-কথাটি কোন সূরার অন্তর্গত? ক) আল-বাকারা খ) আল-মাউন গ) আল-আন আম ঘ) আত-তীন ১০. মুমিনের জন্য হারাম থেকে বেঁচে থাকা কী? ক) আবশ্যক খ) ভালো গ) তেমন গুরুত্বপূর্ণ নয় ঘ) অপ্রয়োজনীয় ১১. কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরি করার জন্য হযরত উসমান (রা) কাদের সাথে পরামর্শ করেন? ক) সকল সাহাবি খ) নেতৃস্থানীয় সাহাবি গ) কুরাইশ সাহাবি ঘ) সকল জনগণ ১২. ইমান মানুষকে পরিচালিত করে- র. সত্যের পথে রর. সুন্দর পথে ররর. ন্যায়ের পথে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩. কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো? ক) হযরত উমর (রা) এ খ) ইমাম বুখারি (রা) এর গ) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) এর ঘ) হযরত আলী (রা) এর ১৪. হযরত উসমান (রা) এর চাচার নাম কী? ক) হিকমত খ) হাকিম গ) আবু হাকাম ঘ) হাকাম ১৫. প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয়, দেশের প্রতি- ক) কর্তব্য পালনের মাধ্যমে খ) কবিতা লেখার মাধ্যমে গ) বক্তৃতা করার মাধ্যমেঘ) সংস্কৃতি চর্চার মাধ্যমে ১৬. পরকালের প্রবেশদ্বার কোনটি? ক) জীবন খ) মৃত্যু গ) কবর ঘ) হাশর ১৭. পণ্য উৎপাদনে কী অপরিহার্য? ক) মেধা ও শ্রম খ) মূলধন ও মেধা গ) মূলধন ও শ্রম ঘ) মূলধন ও শ্রমিক ১৮. ইসলামের শেষ প্রচারক কে? ক) হযরত আদম (আ) খ) হযরত ইবরাহিম (আ) গ) হযরত মুহাম্মদ (স) ঘ) হযরত ইসমাইল (আ) ১৯. ইসলামি পরিভাষায় রিসালাত কী? ক) রাসুলের দায়িত্ব বা পদ খ) নবির দায়িত্ব বা পদ গ) শুভ কর্মের দায়িত্ব বহন করা ঘ) আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো ২০. যে হাদিসে কোনো তাবেয়ীর বাণী, কাজ ও মৌন সম্মতি বর্নিত হয়েছে তাকে বলা হয়- ক) হাদিসে কুদসি খ) মাকতু হাদিস গ) মাওকুফ হাদিস ঘ) হাদিসে তাকরিরি ২১. ইলম প্রধানত কয় প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২২. জুননুন মিসরির নাম কী? ক) ছাওবান খ) আক্কান গ) আহমাদ ঘ) আফজাল ২৩. শিক্ষার্থীর বৈশিষ্ট্য কোনটি? ক) পিতামাতার আদেশ সোনা খ) বন্ধুদের সাথে সদাচরণ করা গ) শিক্ষকদের আদেশ-নিষেধ মেনে চলা ঘ) আত্মীয়স্বজনের আদেশ-নিষেধ মেনে চলা ২৪. মুসলিম হিসেবে জীবনযাপন করতে হলে আমাদের- র. ইসলাম বিষয়ক জ্ঞানার্জন করতে হবে রর. নিয়মিত বই পড়তে হবে ররর. ইসলামী শিক্ষা বিষয়ক বই পড়তে হবে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৫. “আল্লাহর পথে যে বান্দার দু পায়ে ধুলি লাগে সে পা জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” - কে বলেছেন? ক) হযরত আবু বকর (রা) খ) হযরত ওমর (রা) গ) হযরত আবু হানিফা (রা) ঘ) হযরত মুহাম্মদ (স) ২৬. “পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন”- আয়াতটি কোন সূরার? ক) সূরা আলাকের খ) সূরা নাযআতের গ) সূরা নিসার ঘ) সূরা বাকারা ২৭. মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল- র. বিনা রক্তপাতে রর. কাফিরদের প্রবল প্রতিরোধের মুখে ররর. কোনো প্রকার বাধা ছাড়াই নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৮. “ সেদিন সেই মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্ত:করণ নিয়ে আসবে।” কোন সূরার অন্তর্গত? ক) সূরা আল হজ্জ খ) সূরা শুআরা গ) সূরা মূলক ঘ) সূরা নুর ২৯. কাজের সফলতা কিসের ওপর নির্ভর করে? ক) সততারখ) পরিশ্রমের গ) সময়ের ঘ) নিয়তের ৩০. নবি-রাসুলগণ ছিলেন- র. আল্লাহর মনোনীত বান্দা রর. সর্বোচ্চ মর্যাদাবান ররর. নিষ্পাপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে? ক) যখন আমরা মুখস্থ করব খ) যখন আমরা প্রচার করব গ) যখন আমরা অন্যকে বুঝাব ঘ) যখন আমরা বুঝে তিলাওয়াত করব ৩২. ইজমা শব্দের বাংলা প্রতিশব্দ কী? ক) সংশয় খ) সংকল্প গ) ঐকমত্য ঘ) দ্বিমত ৩৩. মুনাফিককে চেনা যাবে- র. তার মিথ্যা কথায় রর. তার অশ্লীলতায় ররর. তার অবিশ্বস্ততায় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৪. সূরা আশ-শামল এর আয়াত সংখ্যা ক) ১৩টি খ) ১৪টি গ) ১৫টি ঘ) ১৬টি ৩৫. মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন? ক) আল্লাহ তায়ালা খ) হযরত মুহাম্মদ (স) গ) আল্লাহ ও তাঁর রাসুল (স) ঘ) রাসুল (স) এবং খলিফাগণ ৩৬. খুলাফায়ে রাশেদুনের আমলে আরবের শ্রেষ্ঠ ধনী কে ছিলেন? ক) হযারত আলি (রা) খ) হযরত উমর (রা) গ) মুয়াবিয়া (আ) ঘ) হযরত উসমান (রা) ৩৭. ইসলাম অর্থ - র. শান্তি রর. আত্মসমর্পণ করা ররর. আনুগত্য করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপরে রচিত? ক) রসায়ন খ) গণিত গ) চিকিৎসা ঘ) পদার্থ ৩৯. ইমানের বিষয়গুলো কিসের দ্বারা প্রমাণিত? ক) ইযমা ও কিয়াস খ) কুরআন ও হাদিস গ) কুরআন ও কিয়াস ঘ) হাদিস ও কিয়াস ৪০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” এটি কার বাণী? ক) প্রধানমন্ত্রীর খ) পীর আউলিয়ার গ) আল্লাহ তায়ালার ঘ) মহানবি (স) এর ৪১. ইমানের বহি:প্রকাশ কী? ক) তাওহীদ খ) আমল গ) ইলম ঘ) ইসলাম ৪২. হজ কাদের ওপর ফরয নয়? ক) গরিব লোক খ) খোঁড়া লোক গ) ধনী লোক ঘ) মহিলা ৪৩. কানটি মানবতার জন্য চরম অবমাননাকর? ক) কুফর খ) শিরক গ) খিয়ানত ঘ) কিযব ৪৪. কুরআনের সংরক্ষিত স্থান কোনটি? ক) বাইতুল মামুর খ) বাইতুল ইযযাহ গ) কাবঘর ঘ) লাওহে মাহফুজ ৪৫. মুসলমানদের জীবনে হজ কয়বার ফরয? ক) পাঁচবার খ) সাতবার গ) একবার ঘ) দুবার ৪৬. ইসলাম সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় কীসের মাধ্যমে? ক) আখলাকের খ) সৎকর্মের গ) ইমানের ঘ) তাকওয়ার ৪৭. মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদা? ক) সুন্দর, নির্মল ও মার্জিত খ) অমার্জিত, অসুন্দর গ) আল্লাহর অপছন্দনীয় ঘ) ফেরেশতাদের পছন্দনীয় ৪৮. সুরা আশ শামসে আল্লাহ শপথ করেছেন- র. কতিপয় সৃষ্টি বস্তর নামে রর. সৃষ্ট বস্তুর অবস্থা সম্পর্কে ররর. সৃষ্ট বস্তুর স্রষ্টার নামে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * মিনহায একটি হজ এজেন্সির মালিক। তিনি তার এজেন্সির মাধ্যমে হজব্রত পালনকারীদের জন্য পবিত্র হারামের পার্শে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে এবং ইহরামের পোশাক ফ্রি দেওয়া হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে হজের জন্য টাকা নেন। কিন্তু তিনি তাঁর সে প্রতিশ্রুতি রক্ষা করেন নি। ৪৯. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে? ক) আখলাকে যামীমাহ খ) নিন্দনীয় চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) আখলাক ৫০. ইসলামি জীবন দর্শনে সব সদ্গুনের মূল কী? ক) তাওহিদ খ) তাকওয়া গ) আমানত ঘ) আকাইদ সঠিক উত্তর: ১. (গ) ২. (খ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (গ) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ক) ২২. (ক) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ঘ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×