ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:০২, ৯ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ এপ্রিল ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে শুক্রবার সকালে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলো- অটোরিক্সা চালক কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের ছেলে সাদিকুল (৩০), লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার নিকশেখ সিন্ধু গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শহর আলী (২৫), একই এলাকার কলিম উদ্দিনের ছেলে জহর আলী (৩৫)। জানা গেছে, বগুড়াগামী একটি মালবাহী ট্রাক শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে টাঙ্গাইলের রসুলপুরে উৎসব ফিলিং স্টেশনের কাছে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিজস্ব সংবাদদাতা, নরসিংদী থেকে জানান, বালিভর্তি ট্রাকের চাপায়ব্যাটারি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত ও অজ্ঞাত শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার খাটেহারা তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের সামনে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাব থেকে নরসিংদীগামী ব্যাটারিচালিত একটি অটোরিক্সাকে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা বালিভর্তি একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার ৭ যাত্রী গুরুতর আহত হয়। এদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনিল দাস (৬০) ও দুলাল মিয়া (৩২) মারা যায়। জমি নিয়ে বিরোধে দেবর-ভাবি জখম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় কুপিয়ে ৩ জনকে জখম করেছে সন্ত্রাসীরা। এরা হলো নীলকান্ত দাস (৩৫) ও ভগবতী দাস (৩৫)। আহত নীলকান্ত পূর্ব পাইকপাড়ার মৃত গোপাল দাসের ছেলে ও ভগবতী জয়ন্ত দাসের স্ত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নীলকান্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভগবতীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভগবতী দাস জানান, গত দেড় বছর ধরে একই মহল্লার বান্নীঘাট এলাকায় তিতাস নদী সংলগ্ন একটি জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী গৌর সাহার সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ও চলছে। এরই জের ধরে সকাল সাড়ে ১১টায় গৌর সাহার নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। ব্যাংক ম্যানেজার নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ এপ্রিল ॥ কুমিল্লায় মোশারফ হোসেন নামে এক ম্যানেজার ২দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর লাকসাম রোডের যমুনা ব্যাংক শাখার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এ ব্যাপারে তার ছোট ভাই শাহাদাত হোসেন শুক্রবার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওই ম্যানেজার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামের ছেলে।
×