ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিষদকে রুশ রাষ্ট্রদূত

চোরাই প্রত্নসম্পদ বিক্রি ॥ কোটি কোটি ডলার আয় আইএসের

প্রকাশিত: ০৩:৫৫, ৮ এপ্রিল ২০১৬

চোরাই প্রত্নসম্পদ বিক্রি ॥ কোটি কোটি ডলার আয় আইএসের

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা ইরাক ও সিরিয়া থেকে লুট করা প্রত্নসম্পদ বিক্রি করে বছরে ১৫ কোটি থেকে ২০ কোটি ডলার আয় করছে। আর লুট করা এসব প্রত্নসম্পদ বিক্রির কেন্দ্র হয়ে উঠেছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় নগরী গাজিয়ানতেপ। জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে এ কথা জানিয়েছে। চিঠিটি বুধবার প্রকাশিত হয়েছে। চিঠিতে চুরকিন লিখেছেন, ইরাক ও সিরিয়ার চার হাজার পাঁচশ প্রত্নতাত্ত্বিক সাইটসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় এক লাখ প্রতœতাত্ত্বিক এলাকা এখনও আইএসের দখলে রয়েছে। এর মধ্যে নয়টি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ঠাঁই পেয়েছে। পুরাকীর্তি ও প্রতœসম্পদ অবৈধভাবে বিক্রির মাধ্যমে আইএসের বার্ষিক মুনাফা প্রায় ১৫ থেকে ২০ কোটি মার্কিন ডলার। তিনি লিখেছেন, প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মতো আইএসের পুরাকীর্তি বিষয়ক দফতর এই প্রতœসম্পদ পাচার করে থাকে। একমাত্র যাদের এই দফতরের স্ট্যাম্পসহ অনুমতি আছে তারাই এই প্রতœসম্পদ খুঁড়ে বের করে পাচার করতে পারে। রুশ দূত অভিযোগ করেছেন, ঐতিহ্যগত এই প্রতœসমগ্র পাচারের বড় কেন্দ্র হয়ে উঠেছে তুর্কি শহর গাজিয়ানতেপ। কালোবাজারে যেসব প্রতœসম্পদ বিক্রি হয় তার বেশির ভাগই সিরিয়া থেকে পাচার হয়ে তুরস্কে যায়। ওয়েবসাইটে অবৈধভাবে নিলামের মাধ্যমে এবং স্থানীয় বাজারে এ সব পণ্য বিক্রি হয়। রাশিয়ার এমন অভিযোগের বিষয়ে তুর্কি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি। রাশিয়া বারবারই অভিযোগ করে আসছে, আইএসের কাছ থেকে তুরস্ক তেল কিনে। আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে বিপুল পরিমাণ তেল তুরস্কে যায় বলে মস্কোর কাছে তথ্য রয়েছে। গত বছরের নবেম্বরে সিরীয় সীমান্তে তুরস্ক রুশ বিমান গুলি করে নামানোর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।চুরকিন বলেছেন, গহনা, কয়েন ও লুট করা অন্য সামগ্রী তুর্কি শহর ইজমির, মারসিন ও আন্তালিয়াতে নেয়া হয়। সেখানে পাচারকারী গ্রুপগুলো এগুলোর উৎস নিয়ে ভূয়া দলিল তৈরি করে। এরপর এগুলো ক্রয়ে বিভিন্ন দেশের সংগ্রাহকদের প্রস্তাব দেয়া হয় ই-বে’র মতো ইন্টারনেট নিমাম সাইট ও বিশেষ অনলাইন স্টোরের মাধ্যমে। -এএফপি
×