ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট আর প্রেমে জমজমাট

প্রকাশিত: ০৬:৪৩, ৭ এপ্রিল ২০১৬

ক্রিকেট আর প্রেমে জমজমাট

গত বছরের কথা। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে শূটিং হবে। সকাল থেকে বৃষ্টি। শাকিব খানের শারীরিক অবস্থাও ভাল না। প্রথম দিন আসতে পারেননি। কিন্তু তিনি যে আসবেন না, এটা তো আর জানে না নারায়নগঞ্জবাসী। স্টেডিয়ামভর্তি মানুষের ঢল। বসে আছেন জয়া আহসান ও ইমন। বৃষ্টিবন্দি। পুরো টিম অপেক্ষায়। একটু বৃষ্টি কমলেই শূটিং শুরু করা যায় যদি! বেলা বাড়ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে। আর বাড়ছে মানুষের ঢল। আশপাশের গ্রাম থেকে তীব্র বৃষ্টি উপেক্ষা করে মানুষ আসছে মিছিলের মত করে। শাকিব খানের শূটিং বলে কথা! খুব কাছ থেকে তাকে দেখা যাবে, তার শূটিং দেখা যাবে- এ সুযোগ কি হাতছাড়া করা চলে! প্রথমদিন হতাশ হয়ে ফিরে গেলেও দ্বিতীয় দিন কিন্তু ভীড় আরও বাড়লো। ওই দিন শাকিব খান ছিলেন। মাঠভর্তি উত্তেজনা, উচ্ছ্বাস, সে কি জমজমাট অবস্থা! অনেকদিন ধরে জমজমাট দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের মনের অবস্থাও। বিশেষ করে শাকিব খান ভক্তদের। তিনি এই প্রথমবার ক্রিকেটার চরিত্রে অভিনয় করলেন। বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে, ব্যাট হাতে নিয়ে, ছক্কা পেটাবেন- এ দৃশ্য দেখা যেন তাদের কাছে বাংলাদেশকে ফাইনাল ম্যাচে খেলতে দেখার মতই আনন্দের! ফেসবুকে রীতিমতো বাহাস চলছে। কেমন মাতাতে পারবেন শাকিব খান ক্রিকেটার হিসেবে- এ নিয়েই যাবতীয় তর্ক-বিতর্ক। এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র প্রথম সিক্যুয়েল যথেষ্ট সাড়া জাগিয়েছে। ব্যবসা করেছে। জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। স্বাভাবিকভাবেই তাই যখন দ্বিতীয় সিক্যুয়েল আসছে, আলোচনা থাকবেই- সেদিক দিয়েও যথেষ্ট পজিটিভ সাড়া আছে ছবিটির মুক্তিকে ঘিরে। শাকিব খানেরও বহুদিন ধরে ইচ্ছা ছিল ক্রিকেটের উত্তেজনা নিয়ে ছবিতে অভিনয় করার। কিন্তু তাতে যে এ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, যে মানের গল্প দাবি করে, সেটার জন্য পর্যাপ্ত বাজেট লাগে। অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটের প্রত্যেকের মারাত্মক রকম ডেডিকেশন লাগে। তাই কাছের পরিচালকদেরকে বহুদিন ধরে বলার পরও তাকে নিয়ে ক্রিকেটনির্ভর গল্প করতে সাহস করেননি কেউ। অবশেষে এগিয়ে এলেন পরিচালক সাফি উদ্দিন সাফি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। তারা এমনই এক গল্প শাকিব খানকে শোনালেন। শাকিবও গল্প শুনে এক কথায় রাজি। শিডিউলও দিয়ে ফেললেন ভাবনা চিন্তা ছাড়াই- যতদিন লাগে ততদিনই সময় দেবেন! এমনকি তিনি প্রস্তুতিও নিতে শুরু করলেন, ব্যাট-বল করার কৌশল শিখতে লাগলেন, প্র্যাকটিস শুরু করলেন নিয়ম করে। জয়া আহসানের কিন্তু শুরু থেকে অতটা ইচ্ছা ছিল না। সিক্যুয়েল ছবিতে কাজ করবেন না- এমনই সিদ্ধান্ত ছিল তার। কিন্তু গল্প শুনলেন যখন, যখন দেখলেন স্টেডিয়াম থেকে শুরু করে যাবতীয় দরকারি বিষয় নিশ্চিত করা হয়েছে- ক্রিকেট বোর্ডের অনুমতি, গ্যালারিভর্তি দর্শক; রাজি হলেন তখনই। পরবর্তীতে ঝামেলা লেগেছিল এ বিষয়টি নিয়েই। ক্রিকেটকে কেন্দ্র করে ছবি, শূটিং হয়েছে আসল স্টেডিয়ামে; ক্রিকেট বোর্ডের অনুমতি তো লাগবেই, সেটাই মিলছিল না। সেন্সর বোর্ডে আটকে ছিল বহুদিন ধরে। ওই সময়টি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ টিমের কাছে বেশ মন খারাপের অধ্যায়। নিজেই সেন্সর বোর্ডে ফোন করে খোঁজখবর নেন। সেন্সরে কিছু অংশ কাটা পড়েছিল, পরবর্তীতে শাকিব খান ওই অংশটুকুরও শূটিং করে দেন কোন রকম ঝামেলা ছাড়াই। শাকিব খান ও জয়া আহসান ছাড়াও ছবিটিতে আরও অনেক নতুন ব্যাপার আছে। বড়পর্দায় দেখা যাবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও কণ্ঠশিল্পী আসিফ আকবরকে। ধারাভাষ্যকার হিসেবে অভিনয় করেছেন তারা। ওমর সানি, ইমন, মৌসুমী হামিদও রয়েছেন। সবারই আশা ছবিটি নতুন একটি অধ্যায় যোগ করবে বাংলা চলচ্চিত্রে। শাকিব খান, জয়া আহসান দু’জনই তো বেশকিছু প্রচারণার পরিকল্পনাও রেডি করে ফেলেছেন! ক’দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হল। সে আমেজ যায়নি এখনও। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’র জন্য এটাই মোক্ষম সময়। জানা গেছে, এ ছবির তৃতীয় সিক্যুয়েলও নির্মিত হবে। তাতেও জয়া অভিনয় করবেন। তবে শাকিব থাকছেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয় যদিও কিন্তু ধরে নেয়াই যায়, এ জুটির পথচলা এখানেই শেষ নয়।
×