ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই দোকান ৬ ঘর ছাই

প্রকাশিত: ০৪:২৫, ৭ এপ্রিল ২০১৬

দুই দোকান ৬ ঘর ছাই

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৬ এপ্রিল ॥ নলছিটি শহরের মালিপুর বটতলা এলাকায় মঙ্গলবার রাতে আগুনে পুড়ে গেছে দুই দোকান। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। রাত ১২টার দিকে স্থানীয় শহিদুল ইসলামের মাছের আড়তে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রামগতিতে অগ্নিকা-ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের আকরাম হাওলাদারের বাড়িতে বুধবার দুপুরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়ির একটি রান্না-ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে জসিমউদ্দিন, রিপন উদ্দিন, দিদার হোসেন, নিজাম উদ্দিন, গিয়াসউদ্দিন ও এরফান উদ্দিনের বসতঘর পুড়ে যায়। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৬ এপ্রিল ॥ ঝালকাঠি হরচন্দ্র সরকারী বালিকা বিদ্যালয়ের অপহৃত দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৪) এগারদিন পর পাবনা জেলার সুজানগর থেকে উদ্ধার হয়েছে। ঝালকাঠি থানা পুলিশ তাকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উদ্ধার করে। জান্নাতুল ফেরদৌসকে গত ২৪ মার্চ সুজানগর এলাকার শফিক মোল্লা জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খুনীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ এপ্রিল ॥ বাউফলের কালিশুরীতে নির্বাচনী সহিংসতায় নিহত নৌকা মার্কার সমর্থক হুমায়ন মল্লিকের (৬৫) খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টায় কালিশুরী এসএ ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার জামাল, উপাধ্যক্ষ আবু জাফর ও যুবলীগ সভাপতি সোহেল মল্লিক। উল্লেখ্য, গত ২১ মার্চ নির্বাচনী সহিংসতায় হুমায়ুন নিহত হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি রাবি সংবাদদাতা ॥ প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ী বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোঃ সালেহ প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ আগস্ট চাঁদা না পেয়ে রাবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধর করে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহসভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ। গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ধর্ষণ মামলায় যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ এপ্রিল ॥ টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরিফুদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন। জানা যায়, ২০০৮ সালের ২ আগস্ট রাতে গোপালপুর উপজেলার পাকুটিয়া উত্তরপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে কিশোরী হাফিজা খাতুনের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের লম্পট চান খান (৩০)। এরপর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে কিশোরী হাফিজা আদালতে মামলা দায়ের করে। চান খান টাঙ্গাইল জেলহাজতে রয়েছে। মুন্সীগঞ্জে ধর্ষক আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ পারভেজ নামে এক অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়। রাতেই পারভেজকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। দোকানে জাতীয় পরিচয়পত্র ॥ তদন্ত শুরু চট্টগ্রাম অফিস/বোয়ালখালী সংবাদদাতা ॥ বোয়ালখালীতে ভাঙ্গাড়ির দোকানে জাতীয় পরিচয়পত্র পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম গোমদ-ী ফুলতল এলাকার মোঃ আলমগীরের ভাঙ্গাড়ির দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি তার বক্তব্য শোনেন। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র বিতরণের দায়িত্বপালনকারী ২০১২ সালে মাস্টাররোল জমাদানকারী সুপারভাইজারকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস প্রদান ও বাকিদের সতর্ক করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইলিয়াছ কামাল রিসাত। উল্লেখ্য, ২০১৩ সালের ৯ অক্টোবর ইসুকৃত্য বেশ কিছু জাতীয় পরিচত্রপত্র বোয়ালখালী গোমদ-ী এলাকার একটি ভাঙ্গাড়ির দোকানে পাওয়া যায়। মাদ্রাসা সুপারকে নোটিস স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলায় মাদ্রাসার ছাত্রী গণধর্ষণের শিকারের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ হতে ছাত্রীটিকে সহায়তায় এগিয়ে না আসায়, কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে ওই মাদ্রাসার সুপার খন্দকার আব্দুল মান্নানকে। বুধবার এ নোটিস প্রদানের মাধ্যমে তাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকের নির্দেশে ওই মাদ্রাসা সুপারকে কারন দর্শানোর নোটিস প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম। অভিযোগ মতে চলতি বছরের ১৬ মার্চ বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে পিকআপে তুলে অপহরণ করা হয়। এরপর গণধর্ষণের পর ছাত্রীটিকে ভুট্টা ক্ষেতে ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। তিন মাসব্যাপী প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ৩ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ‘কমিউনিটি বেইজড হেলথ কেয়ার’র আয়োজনে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এ সময় সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন জিল্লুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র আব্দুল জলিল, দুপ্রক সভাপতি সামিউল ইসলাম নান্টু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক আহসান হাবীব নীলু।
×