ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাপবি বোর্ডের গ্রাহক দেড় কোটি ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:০২, ৬ এপ্রিল ২০১৬

বাপবি বোর্ডের গ্রাহক দেড় কোটি ছাড়িয়েছে

ঘরে ঘরে বিদ্যুত’ এই সেøাগান ধারণ করে আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে আলোকিত বাংলাদেশ গড়তে প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুত সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুত প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুত সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষ্যে শুধু গত মার্চ মাসে সমগ্র দেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৫ লাখ ৮ হাজার ৭৩৪ গ্রাহককে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৫-১৬ অর্থবছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতি মাসে এভাবেই নতুন গ্রাহকদের বিদ্যুত সংযোগ প্রদান করা হচ্ছে এবং ২০২১ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘এসডিজি’ (সাসটেনবল ডেভেলপমেন্ট গোল) অর্জনের লক্ষ্যে শতভাগ এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আরও ৬০ লাখ নতুন পরিবারকে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। সব মিলিয়ে বাপবিবো মার্চ ২০১৬ পর্যন্ত সারা দেশে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৯৫০ গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় এনেছে, যা বাপবিবো এবং পল্লী বিদ্যুত সমিতিসমূহের একটি বিশাল অর্জন এবং যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের প্রচেষ্টার ফলশ্রুতিতে বিদ্যুত সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে। -বিজ্ঞপ্তি ভারতে সিলিন্ডার গ্যাসের দাম কমল অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৪ রুপী করে কমানো হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নতুন দামে প্রতিটি প্রমাণ সাইজের গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৫০৯ রুপী ৫০ পয়সা। শনিবার থেকে ছয় মাসের জন্য এ দাম কার্যকর করা হয়েছে। এই নিয়ে দেশটিতে গ্যাসের দাম তিন দফা কমানো হলো। ভারতে সিলিন্ডার প্রতি গ্যাসের সর্বশেষ দাম ছিল ৫১৩ রুপী ৫০ পয়সা। খবরে আরও জানানো হয়, বিশ্ববাজারে দাম কমতে থাকায় গ্যাসের দাম ফের কমানো হলো। ভারতে প্রতি ছয় মাস পরপর জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হয়। ইউরোজোনে আরেক দফা মূল্য সঙ্কোচন অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোজোনে আরেক দফা মূল্য সঙ্কোচন হয়েছে। মূলত জ্বালানি তেলের দাম এক মাসের ব্যবধানে ৮ শতাংশ কমে যাওয়ায় ইউরোজোনে শূন্য দশমিক ২ ভাগ মূল্য সঙ্কোচন ঘটেছে। জানুয়ারিতেও শূন্য দশমিক ৩ ভাগ মূল্যস্ফীতি ছিল। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি আমানতের সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে। মূল্য সঙ্কোচনের দফা চাপে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।
×