ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চৈত্রেও ঘন কুয়াশা

প্রকাশিত: ০৪:২১, ৫ এপ্রিল ২০১৬

চৈত্রেও ঘন কুয়াশা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জলবায়ুর ব্যাপক পরিবর্তনের জের কুড়িগ্রামেও পড়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম শহর এবং তার আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। চৈত্র মাসে এমন কুয়াশা দেখে শহরবাসী অবাক হয়ে যায়। এরকম ঘন কুয়াশা প্রায় সকাল ৯টা পর্যন্ত ছিল। কুড়িগ্রামের আবহাওয়া অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জলবায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়া এরকম বিরূপ আচরণ করছে। কারণ এ সময় কুয়াশা হওয়ার কথা নয়। এখন বৈশাখী ঝড় হচ্ছে বিভিন্ন এলাকায়। তিনি আরও বলেন, বাতাসে জলবায়ুর পরিমাণ বেশি হওয়ায় কুয়াশা পড়েছে। স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ এপ্রিল ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের দ-াদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানার অর্থদ- দেয়া হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দ-াদেশ দেন। দ-প্রাপ্তের নাম কফিল উদ্দিন। উল্লেখ্য, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল উদ্দিন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে খলিশাজানি গ্রামের নিজবাড়িতে শ্বাসরোধ করে তার স্ত্রী মঞ্জিলা আক্তারকে (২৮) হত্যা করে। হত্যাচেষ্টার প্রতিবাদে সভা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ এপ্রিল ॥ সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ৫ম শ্রেণী ছাত্রী মুসলিমিম শ্রাবন্তীকে গলা কেটে হত্যাচেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করেছে ওই এলাকার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার চত্ব¡রে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে তারা নারায়ণগঞ্জ-শিমরাইল-ডেমরা সড়কে মানববন্ধন পালন করে। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেনÑ শিমরাইল ডিএনএস আলিয়া মাদ্রাসার গবর্নিং বডির সভাপতি ও শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাছান, ছাত্রী হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন সরকার, ডিএনএস আলিয়া মাদ্রাসার গবর্নিং বডির সদস্য আক্কাস আলী, অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন, শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক রওশন আরা, শিশু কানন প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রধান প্রমুখ। নবজাতকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের সাইলো রোডসংলগ্ন বটতলায় ডিএনডির সেচ খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সোমবার বেলা আড়াইটায় লাশটি উদ্ধার করে। ওই খালের পানিতে ভাসমান একটি কার্টনে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। প্রকাশ্যে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৪ এপ্রিল ॥ জেলা শহর মাইজদীর প্রধান সড়কে প্রকাশ্যে হালিমা খাতুন নামের এক মহিলা ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ টাকা ও স্বর্ণের নেকলেস হারিয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে শহরের বড় মসজিদ মোড় এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, দুপুর ১টার দিকে হালিমা ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট শাখা থেকে ১৯ হাজার টাকা উত্তোলন করে শহরের খন্দকার পাড়ার বাসায় যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে রওনা হন। পথে শহরের বড় মসজিদ মোড় এলাকায় এলে যাত্রীবেশী ৩ ছিনতাইকারী যুবক তাকে ছুরি ধরে ১৯ হাজার টাকা ও গলা থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের নেকলেস ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী হামলার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ এপ্রিল ॥ জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বদিউজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে আদালত বর্জন ও মানববন্ধন কর্মসূচী সোমবার দ্বিতীয় দিনের মতো পালন করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার বেলা ১০টা হতে সোয়া ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে শতাধিক আইনজীবী অংশ নেন। কর্মসূচী চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন আইনজীবী সুবল চন্দ্র সাহা, সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধন ও সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মবাড়িয়া ॥ ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন সরকার শুভকে ছুরিকাঘাত করে হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবার, এলাকাবাসী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শুভ হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সহপাঠী ও ছাত্রলীগ কর্মীরা। সোমবার দুপুরে শহরের সদর হাসপাতাল সড়কে এ কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য, গত ২৭ মার্চ রাত ৮টার দিকে শহরের দাতিয়ারা কুরুলিয়া খালের পাড়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ কর্মী শুভকে ছুরিকাঘাত করে খুন করে। প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৪ এপ্রিল ॥ দাউদকান্দিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগগোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের একটি পুকুর থেকে সোমবার দুপুরে ভাসমান অবস্থায় ছয় বছরের শিশু কন্যা সানজিদা খানমের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। জানা গেছে, ওই গ্রামের আলম প্যাদার কন্যা সানজিদা খানম ওইদিন সকালে খেলার ছলে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। দুর্নীতি প্রতিরোধ সভা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সমাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে খুলনার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। তিনি বলেন, দুর্নীতিকে নির্মূল করতে না পারলেও সহনীয় মাত্রায় রাখতে পারলে জিডিপি দ্বিগুণ বেড়ে যাবে। সভায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বিস্তারিত বলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষাবিদ ও ভাষাসৈনিক বেগম মাজেদা আলী। এতে সভাপতিত্ব করেন সনাক খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৪ এপ্রিল ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট ও চন্দ্রঘোনা লিচু বাগানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ইটভাঁটি, ডায়াগনস্টিক সেন্টার, স’মিল, ফিলিং স্টেশন, মুদি দোকান ও হার্ডওয়্যার দোকানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় মোট ৬৩ হাজার টাকা জরিমানা করে আদালত। অটোরিক্সা উল্টে চালক নিহত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৪ এপ্রিল ॥ কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিক্সা উল্টে মাঈন উদ্দিন (২৮) নামে চালক নিহত হয়েছে। ঘটনায় অটোরিক্সায় থাকা আরও চার যাত্রী আহত হন। সোমবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের কবিরহাট-বসুরহাট সড়কে মিতালী ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৩০ লাখ মিটার জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কারেন্ট জাল কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার মানিক এন্টাপ্রাইজের তাসফিয়া ফিশিং নেট কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানার মালিক মানিক মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। নাগরিক শোক সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ এপ্রিল ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী এফএ মোহাম্মদ হোসেন স্মরণে সোমবার নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জজকোর্ট চত্বরে শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মরহুমের ঘনিষ্ঠ সহচর এ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা। বক্তব্য রাখেন- সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা রফিকুল ইসলাম, দিনাজপুর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
×