ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গ্রেফতার দাবিতে ধর্মঘট মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৩, ৪ এপ্রিল ২০১৬

গ্রেফতার দাবিতে ধর্মঘট  মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন থেকে তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবি করা হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। কেন্দ্রীয় সংগঠনের ঘোষণা অনুযায়ী তারা ক্যাম্পাসে সর্র্বাত্মক ধর্মঘট কর্মসূচী পালন করে। তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুরে বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ঝুপড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। পরে তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে রেল স্টেশন চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সিলেট ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুরে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। বিশ^বিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের অর্জুনতলা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্র ইউনিয়ন শাবি শাখার সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহম্মেদ, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মাহীদুল ইসলাম রাতুল, দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন, ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রণয় সরকার ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সূচনা সৃষ্টি প্রমুখ। এদিকে ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস চলাচল বন্ধ ছিল তবে শিক্ষকদের বাস চালু ছিল। রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে পালিত এ কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এদিন ধর্মঘটের সমর্থনে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট এবং বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক রাশেদ রিমন, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সদস্য ইন্দ্রজিৎ ও বাংলা বিভাগের শিক্ষার্থী দীপ্ত উদাস। কুষ্টিয়া ॥ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ‘সবার জন্য আমরা’ সংগঠনের কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার দিকে জেলার মিরপুর উপজেলার মশান বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাঁদ, বলিদাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন প্রমুখ। গফরগাঁও ॥ রবিবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ গফরগাঁওবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গফরগাঁও প্রেসক্লাব, বেসরকারী শিক্ষক কলেজ ফোরাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুক্ত পায়রা ও সূর্য সারথী খেলাঘর আসর, গফরগাঁও ৮৫, শিকদার সঙ্গীত একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী প্রমুখ। পাথরঘাটা ॥ বেলা ১১টায় পাথরঘাটার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক নমিতা রানী সভায় সভাপতিত্বে করেন। গাজীপুর ॥ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, সরকারী ভিক্টোরিয়া কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকা-ে আমরা গভীরভাবে শোকাভিভূত। আমরা এই বর্বরোচিত হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। মানববন্ধনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ নোমান উর রশীদ, ডিন, রেজিস্ট্রার, শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ ॥ রবিবার দুপুরে শহরের শিল্পকলা চত্ব¡রে এই মানববন্ধনের আয়োজন করে সরকারী হরগঙ্গা কলেজের বাংলা বিভাগ, লাইব্রেরী ফর দ্য চিল্ড্রেন, ইচ্ছে পূরণসহ কয়েকটি সংগঠন। জেলা মিল্পকলা একাডেমির সমানের প্রধান রাস্তায় তারা হাতে হাত ধরে অবস্থান নেয়।
×