ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র দিবসে নানা আয়োজন

প্রকাশিত: ০৬:৩১, ৩ এপ্রিল ২০১৬

চলচ্চিত্র দিবসে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র দিবস আজ রবিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রতিষ্ঠা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য ২০১২ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও উদ্যাপন করা হবে দিনটি। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে দিনটিকে ঘিরে থাকছে বর্ণিল আয়োজন। এ উপলক্ষে বিএফডিসির ফজলুল হক মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার কু-ু, চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন দিলু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু প্রমুখ। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের যাবতীয় তথ্য লিখিতভাবে তুলে ধরেন তপন কুমার কু-ু। তিনি বলেন, এবারে চলচ্চিত্র দিবসের সেøাগান ‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’। সকাল ১০টায় এফডিসি চত্বরে চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি থাকবেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও তথ্য সচিব মরতুজা আহমদ। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে শোভাযাত্রা, সেমিনার, লাইভ টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, স্থির চিত্র প্রদর্শনী, মেলা, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
×