ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৭ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৪:১৯, ১৯ মার্চ ২০১৬

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১৭ ঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলায় পৃথক দুই অগ্নিকা-ে ৫ পরিবারের ১৭ ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকা-ের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৪টি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগি। পৃথক দুই অগ্নিকা-ের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া নদীরপাড় গ্রামে বৃহস্পতিবার রাত নয়টার দিকে অগ্নিকা-ে অহিদুল ইসলাম ও তার ছোটভাই আব্দুল গফ্ফারের দুই পরিবারের ছয়টি ঘর, আসবাবপত্র, ঘরে রক্ষিত ৫০ মণ তামাকসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। অপরদিকে ঠিক একই সময় কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের একরামূল হকের বাড়িতে বিদুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। নাটোরে বাড়ি নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোরে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বাড়িসহ সকল আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের আলাইপুর এলাকায় সুজিত দাস ও পলাশ দাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনায় ১৬ দোকান নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকা-ে ১৬টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৮-১০ কোটি টাকা। বোয়ালমারীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় শিক্ষককে অব্যাহতি সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৮ মার্চ ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমির সিনিয়র শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী মিয়ার বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে ওই শিক্ষক শুক্রবার দুপুরে প্রধান শিক্ষকের নিকট চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছে। তবে শিক্ষক ইউনুচ আলী ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী বলেন, ইউনুচ আলী সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময় ডেকে নিয়ে তার শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়, গালে মুখে চুমু খায়। পরে ছাত্রীর মা বৃহস্পতিবার তার (প্রধান শিক্ষক) নিকট লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ইউএনও, ওসি এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করেন। এলাকায় এ ঘটনা জানাজানি হলে এ রকম আরও ঘটনা বেরিয়ে আসছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ বলেন, প্রধান শিক্ষক তাকে বিষয়টি জানিয়েছেন। দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন। এলাকাবাসীরও সোচ্চার হওয়া দরকার যাতে ভবিষ্যতে আর কোন শিক্ষক এ ধরনের কর্মকা- ঘটাতে সাহস না পায়। মেহেরপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৬ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৮ মার্চ ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এখন চলছে শোকের মাতম। স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো গ্রাম হয়ে পড়েছে নিস্তব্ধ-নির্বাক। ঘাতক বাস কেড়ে নিয়েছে এ গ্রামের তরতাজা ছয়টি প্রাণ। শুক্রবার দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়। এরা সবাই ছিল যুবলীগ কর্মী। এ ঘটনায় এলাকার সর্বত্র বিরাজ করছে শোকের ছায়া। এদিকে বাসচাপায় রক্তাক্ত জখম যুবলীগের আরও দুই কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা হলো সোহরাব হোসেন (৩৪) ও মিঠুন মিয়া (৩০)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরের একটি বেসরকারী ক্লিনিকে মারা যায় সোহরাব হোসেন। অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া নামক স্থানে মারা যায় মিঠুন হোসেন। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর এলাকায় ওই সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হাসিবুল ইসলাম ও মেছের আলী নামের আরও দুই যুবলীগ কর্মী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, রাজশাহী মেডিক্যালে ২ এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা কর্মকর্তার স্ত্রী জখম স্টাফ রিপোর্টার সাতক্ষীরা ॥ সাতক্ষীরা জেলায় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শেখ মুহাসীন আলীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। এ সময় তার স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত হাবিবা আক্তার কুমকুমকে আশঙ্কাজনকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালকের বাড়িতে এ ঘটনা ঘটে। দিনাজপুরে ৯২ বাড়িতে বিদ্যুত সংযোগ উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকায় ৯২টি বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিদ্যুতায়নের উদ্বোধন করেন। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এলাকার পরিচালক আয়ুবুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু হুসাইন বিপু প্রমুখ। প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি, বখাটেকে গণপিটুনি সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৮ মার্চ ॥ এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুর আলম নামে বখাটেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে উপজেলার মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে নুর আলম ওই এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, বখাটে নুর আলম প্রায় সময় প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় বিচার চেয়ে প্রবাসীর স্ত্রী নুর আলমের পরিবারকে অবহিত করে। এতে বৃহস্পতিবার রাতে নুর আলম ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে বাড়ির লোকজন এসে নুর আলমকে আটক করে। প্রতিবাদ গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘পুলিশের এসআই নিয়োগ পাচ্ছে ছাত্রদল শিবির ক্যাডাররা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলার পেকুয়া থানার শিলখালী গ্রামের আজিজুল হক এবং একই জেলা ও থানার নাজিরবাড়ী গ্রামের খিজিরুল ইসলাম। লিখিত প্রতিবাদপত্রে তাঁরা জানান, প্রকাশিত খবরে তাঁদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত।
×