ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গৌতম গম্ভীর বিরক্ত!

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ মার্চ ২০১৬

গৌতম গম্ভীর বিরক্ত!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এত বেশি মাতামাতি দেখে বিরক্ত গৌতম গম্ভীর। পাকিস্তানের সঙ্গে ম্যাচ নয়, বরং শিরোপার দিকেই ভারতের মনযোগ দেয়া উচিত বলে মনে করেন ক্ল্যাসিক্যাল এই ওপেনার। ‘টা প্রচারমাধ্যমের টিআরপি বাড়ানোর একটা কৌশল ছাড়া কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই এখানে শিরোপা জেতার জন্যই এসেছে।’ বলেন গম্ভীর। তিনি আরও যোগ করেন, ‘এটা শুধুই একটা ম্যাচ। মানুষ এটা নিয়ে হৈচৈ করছে, কিন্তু আপনি যে কোন ক্রীড়াবিদকে জিজ্ঞাসা করুন। সবাই বলবে এটা এমন কিছু নয়, বরং বিশ্বকাপ নিয়েই কথা হওয়া উচিত।’ নিরাপত্তার কারণে ভারতে পাকিস্তানের না আসার একটা শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত আফ্রিদিরা কলকাতায় পৌঁছেছেন, ১৯ মার্চ ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন। স্বাভাবিকভাবেই প্রচার মাধ্যমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়েই ধুন্ধুমার চলছে। গম্ভীর এই বিষয়টা ঠিক মেনে নিতে পারছেন না। ভারতের হয়ে বৈশ্বিক সাফল্যের স্বাদ পেয়েছেন গম্ভীর। বর্তমানে ভারতীয় দলের বাইরে আছেন। ২০১৪ সালের পর ভারতের হয়ে আর মাঠে নামা হয়নি। তবে ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির দলে গম্ভীর ছিলেন। গত কিছুদিনে ‘ছোট’ ক্রিকেটে ভারতের যে ফর্ম, সেটি দেখে ভারতকেই ফেবারিট বলছেন বেশির ভাগ বিশ্লেষক। গম্ভীর অবশ্য ফেবারিট প্রশ্নে বেশ সতর্ক, ‘ভারত যে গ্রুপে আছে পরের পর্বে ওঠা সহজ হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছু বলা কঠিন। পরের পর্বে যেতে হলে ভারতকে সেরাটাই দিতে হবে।’ টি২০তে গত ১১ ম্যাচের মাত্র একটি হেরেছে ভারত। গম্ভীর সেটি জেনেও মনে করিয়ে দিচ্ছেন, ‘গত কিছুদিনে ভারতের ফর্ম দেখে অবশ্যই রোমাঞ্চিত আমি। তবে টি২০তে কাউকে ফেবারিট বলা কঠিন। এখানে যে কেউ যে কাউকেই হারিয়ে দিতে পারে।’ বরং দেশের মাটিতে খেলাকে বড়সড় চাপই বলছেন বাঁহাতি ওপেনার, ‘বিশ্বকাপের মতো আসর নিজেদের মাটিতে খেলাটাই বরং বেশি চাপের। তবে এই দলের অভিজ্ঞতা আছে। এখন মাঠে কী করে সেটাই দেখার বিষয়।’
×