ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডিএসইর পরিচালক পদে রকিবুর রহমান জয়ী

প্রকাশিত: ০৪:১৮, ১৬ মার্চ ২০১৬

ডিএসইর পরিচালক পদে রকিবুর রহমান জয়ী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের পরিচালক পদে রকিবুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিনহাজ মান্নান ইমন পেয়েছেন ৮৬টি ভোট। নির্বাচনে ২২০টি ভোট পড়ে। তবে এর মধ্যে ৩টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ হারুন-উর-রশিদ এ ফলাফল ঘোষণা করেন। এখানে উল্লেখ্য, রকিবুর রহমান ২০০৯ ও ২০১২ সালে ডিএসইর সভাপতি ছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ ও ১৯৯৯ সালে ডিএসইর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মতিঝিলে অবস্থিত ডিএসই ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছরের নির্বাচনে ডিএসইর বর্তমান পরিচালক শরীফ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হবেন রকিবুর রহমান। আগামী ২০১৭ সালে খাজা গোলাম রসূল ও মোহাম্মদ শাহজাহান পরিচালক পদ থেকে অবসরে যাবেন এবং দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে শাকিল রিজভী অবসরে যাবেন এবং ওই বছর শুধু একটি পদের জন্য নির্বাচন হবে। ডিএসইর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আবদুস সামাদ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুন-উর-রশিদ এবং এম এ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর উদ্দিন আহমেদ। দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন অর্থনৈতিক রিপোর্টার ॥ ওরিয়ন ইনফিউশন লিমিটেড মঙ্গলবারে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৩৯ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬৪ টাকা ১০ পয়সা দরে। এদিন কোম্পানির ২৩ লাখ ৫১ হাজার ২৭৫টি শেয়ার ২ হাজার ৩২৬ বারে লেনদেন হয়। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ টাকা ২ পয়সা বা ৮ দশমিক ৩৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৫০ পয়সা দরে। কোম্পানির ৩৬ লাখ ৯১ হাজার ৮৫১টি শেয়ার ২ হাজার ১৮৩ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার দর বেড়েছে ৯ পয়সা বা ৮ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বিডি থাই।
×