ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যতিক্রমী ইশতেহার

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মার্চ ২০১৬

বরিশালে ব্যতিক্রমী ইশতেহার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার মুলাদী উপজেলার প্রত্যন্ত কাজীরচর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীণ সমাজসেবক মন্টু বিশ্বাস সোমবার সকালে ব্যতিক্রমধর্মী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সরেজমিন দেখা গেছে, পুরো নির্বাচনী ইশতেহার তিনি লিফলেটের মাধ্যমে তুলে ধরে নিজহাতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকার ভোটারদের মাঝে বিলি করছেন। ইশতেহারে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার সুবিধার কথা তুলে ধরে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকার কা-ারী, আমি সহযাত্রী মাত্র।’ তিনি আরও উল্লেখ করেন, আগামী ২২ মার্চের নির্বাচনে ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করলে আমি নৌকার মাঝি হিসেবে অবহেলিত কাজীরচর ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করে জীবনযাত্রা, শিক্ষা ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাব। এমনি নানা প্রতিশ্রুতির কথা ইশতেহারে উল্লেখ করে সোমবার সকাল থেকে তিনি তা ভোটারদের মাঝে বিলি করেছেন। একই দিন জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন হাতুড়ি মার্কার সমর্থনে উঠান বৈঠকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এতে তিনি সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি, দখল বাণিজ্য প্রতিরোধ এবং জবাবদিহিতামূলক কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লার ওপর হামলা চালিয়েছে নৌকা মার্কার প্রার্থী আব্দুল খালেক আজাদের সমর্থকরা। এ সময় এলাকাবাসী পাল্টা হামলা চালিয়ে নৌকার সমর্থক দুইজনকে আটক করে বেদম প্রহার করেছেন। গুরুতর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ সাতলা রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল নৌকার প্রার্থী ও তার সমর্থকরা। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে খালেক আজাদের সমর্থক দক্ষিণ সাতলা গ্রামের কবির সরদার ও মহসিন সরদারের নেতৃত্বে ৭-৮ কর্মী দক্ষিণ সাতলা রাজাপুর প্রাইমারি স্কুলের পাশে তাদের ওপর হামলা করে।
×