ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনী কমান্ড সেফ্টি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১৯, ১৫ মার্চ ২০১৬

বিমানবাহিনী কমান্ড সেফ্টি সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর ৩৯তম বার্ষিক কমান্ড সেফ্টি সেমিনার সোমবার ঢাকায় বিমানবাহিনী ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফ্টি ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিরাপত্তা একটি বিকাশমান প্রক্রিয়া, যার মাধ্যমে বিমানবাহিনী ও বিমান পরিচালনা সংস্থাসমূহ তাদের উদ্ভাবনী ধারা ও প্রক্রিয়া কাজে লাগিয়ে বিমান দুর্ঘটনা রোধ করে থাকে। এই সেমিনারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে। ২০১৫ সালের উড্ডয়ন নিরাপত্তায় অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার আন্তঃঘাঁটি ফ্লাইট সেফ্টি ট্রফি এবং ১১ নং বহর আন্তঃস্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি লাভ করে। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নৌবাহিনী প্রতিনিধিসহ বিমান সদর ও ঘাঁটিসমূহের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর কবি রাধারমণ দত্ত স্মরণে ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মরমী কবি রাধারমন দত্তের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডাকঘর সোমবার স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছে। খবর বাসসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা ও অন্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×