ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘স্বপ্নের রাজকুমারী’ ॥ ওশান এন্টারটেইন্টমেন্টের টেলিফিল্ম

প্রকাশিত: ০৪:০০, ১৫ মার্চ ২০১৬

‘স্বপ্নের রাজকুমারী’ ॥ ওশান এন্টারটেইন্টমেন্টের টেলিফিল্ম

স্টাফ রিপোর্টার ॥ অল্প সময়ে একাধিক নাটক ও টেলিফিল্ম নির্মাণ করে আলোচনায় এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওশান এন্টারটেইন্টমেন্ট। এরই ধারাবাহিকতায় ‘স্বপ্নের রাজকুমারী’ নামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অপ্সরা সুহি। বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা সিলেটের বিভিন্ন লোকেশনে নাটকটির শূটিং হয়েছে। শুধু তাই নয়, বড়দিন উপলক্ষে এই প্রতিষ্ঠানে ‘অজানা ভালবাসা’ নাটকটি এশিয়ান টিভিতে প্রচারের পর প্রশংসিত হয়। এ নাটকে অভিনয় করেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান ও অপ্সরা সুহি। সম্প্রতি এই প্রতিষ্ঠানে ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মেঘবালিকা’। এটি পরিচালনা করেছেন জিএম সৈকত। অতি শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত অপ্সরা সুহি। আরও আছেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এছাড়াও সম্প্রতি এই প্রতিষ্ঠানের প্রযোজনায় একটি মেগা সিরিয়াল নির্মিত হচ্ছে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে এর শূটিং চলছে। ‘ফ্যাশন ঢাকা.কম’ নাটক দিয়ে ২০১৫ সালে মিডিয়াতে আত্মপ্রকাশ করে ওশান এন্টারটেইন্টমেন্ট। সে সময় ওই নাটকে অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক নিলয় এবং নবাগত অপ্সরা সুহি। শুরু থেকেই প্রতিষ্ঠানটি দর্শকদের সামনে ভিন্নধর্মী পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি চেষ্টা করে যাচ্ছে দর্শকদের মিডিয়ায় নতুনত্বের স্বাদ দিতে। এ প্রসঙ্গে ওশান এন্টারটেইন্টমেন্টের কর্ণধার এ এস জুয়েল জানান ভবিষ্যতে আর ভাল ভাল কাজের পরিকল্পনা করছেন তারা। নাটক ও টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রও নির্মাণ করবেন। তিনি আরও জানান উন্নত টেকনোলোজি ব্যবহার করে ইলেকট্রনিক্স মিডিয়াকে আরও গতিশীল করার মাধ্যমে কিভাবে ব্যবসায়িক লাভবান হওয়া যায় সে জন্য পরিকল্পনাও হাতে নিয়েছেন তিনি।
×