ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে মেরকেলের দলের পরাজয়

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ মার্চ ২০১৬

জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে মেরকেলের দলের পরাজয়

জার্মানিতে রবিবার অনুষ্ঠিত তিনটি রাজ্যের আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পরাজিত হয়েছে। এ পরাজয়ে দলের নেতা চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল সোমবার তার উদার শরণার্থী নীতির ব্যাপারে নতুন করে চাপের সম্মুখীন হচ্ছেন। এ পরাজয়কে এক বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে। খবর এএফপির। সিডিইউ দলের ঐতিহ্যগত নির্বাচনী দুর্গ ব্যাডেনওয়ের্টেমবার্গসহ তিনটি রাজ্যের দুটিতে পরাজয়ে ভোটারদের ক্ষোভের শিকার হয়েছে। সিডিইউয়ের জন্য ওই ফল বিপর্যয়কর হলেও ডানপন্থী জনপ্রিয় অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) জন্য বয়ে এনেছে এক সুযোগ। অভিবাসীদের দেশে প্রবেশ রোধ করতে পুলিশ তাদের ওপর গুলি চালাতে পারেÑ এএফডি এ প্রস্তাব রেখে ক্ষোভের সৃষ্টি করেছিল। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালানো শরণার্থীদের জার্মানিতে অবাধ প্রবেশের জন্য মেরকেলের সিদ্ধান্তের ওপর এক গণভোট হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হচ্ছে নির্বাচন। ক্ষুদ্রাকৃতির ব্যাঙ ভারতের পশ্চিম উপকূলীয় এলাকার কর্নাটকের মানিপাল থেকে নতুন প্রজাতির ক্ষুদ্রাকৃতির ব্যাঙ খুঁজে পেয়েছেন ভারতীয় ও ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকদের একটি দল। এর নাম দেয়া হয়েছে মাইক্রোহাইলা লেটারাইট। ফ্যাকাশে বাদামী ও কালো রঙের ব্যাঙটির আকৃতি ১ দশমিক ৬ সেন্টিমিটার। এই ব্যাঙের ডাক ঝিঁঝিঁ পোকার মতো। -দ্য সিয়াসাত ডেইলি উষ্ণ মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছিল এ যাবত কালের সবচেয়ে উষ্ণ মাস। বায়ুম-লের তাপমাত্রা এ বছর সবচেয়ে বেশি উষ্ণ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এ্যাটমোসফিক সাইন্স এ্যাট দ্য ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড ক্যারোলির মতে, ১৯৯৭-৯৮ সালে এল নিনো সবচেয়ে বেশি তীব্র ছিল। এ বছরের এল নিনো খুবই দুর্বল। তবে অন্য কোন কারণে তাপমাত্রা বেড়েছে। তবে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস ১৯৯৭ ও ১৯৯৮ সালের যে কোন মাসের চেয়ে বেশি উষ্ণ। ১৯৯৮ সালের উষ্ণতার জন্য সবচেয়ে বড় কারণ ছিল এল নিনোর প্রভাব। -এবিসি
×