ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার আদালতে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ মার্চ ২০১৬

অস্ট্রেলিয়ার আদালতে মালয়েশিয়া  এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা

নিখোঁজ বিমান এমএইচ৩৭০ এর নিউজিল্যান্ডের যাত্রী পল উইকস-এর পরিবার অস্ট্রেলিয়ার আদালতে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেছে। বিমানটি নিখোঁজের পর আকস্মিক আঘাত ও মানসিক যন্ত্রণার কারণ দেখিয়ে মামলাটি করা হয়। রবিবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির। বিমানটি ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয়। পল উইকস তাদেরই একজন। তার পরিবার গত সপ্তাহে মামলা দায়ের করে। অনেকে আশা করছেন বিমানটির ভাগ্যে কি ঘটেছে তা আদালতের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হয়তো জানা যাবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান দুর্ঘটনা বিষয়ে মামলার জন্যে পরিবার দুই বছরের সময় পায়।
×