ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতায় শরণখোলায় আহত ৭

প্রকাশিত: ০৩:৪৪, ১৪ মার্চ ২০১৬

নির্বাচনী সহিংসতায় শরণখোলায়   আহত ৭

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের পৃথক হামলায় উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাসহ ৭ জন আহত হয়েছেন। রবিবার আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের সহসভাপতি তালুকদার মধু কয়েক সহযোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এমন সময় প্রতিপক্ষের ১০-১২ জন তাদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা পিটিয়ে ওই যুবদল নেতার ডান হাত ও দুই পা ভেঙে দেয়। এদিকে উপজেলার উত্তর গ্রামে জাকির খান ও আঃ কুদ্দুস সরদার নামের দুই মেম্বার প্রার্থীর কর্মীর মধ্যে সংঘর্ষ হয়। সুন্দরগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলম শনিবার রাতে ওই দুই প্রার্থীর কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেন। তারা হলেনÑ ধোপাডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু ও জাপা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুল আলম। বাউফলে নির্বাচনী অফিস ভাংচুর নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি হাই স্কুলের কাছে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চুর নির্বাচনী অফিস ভাংচুর করেছে বিদ্রোহী ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ফরাজীর কর্মী-সমর্থকরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। একই দিন সকাল ১০টার দিকে ধুলিয়া ইউনিয়নের ধানের শীষ মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুর জব্বারের সমর্থক আবুল গাজীকে মারধর করেছে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। কলাপাড়ায় প্রচারে বাধা নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, ‘অন্তত কুড়িজনকে মারধর করা হয়েছে। ১০টি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রচারকালে ডজনখানেক মেমোরিকার্ড ছিনতাই করা হয়েছে। থানা পুলিশ কাউকে গ্রেফতার তো দূরের কথা জড়িতদের চুলের টিকিটি পর্যন্ত স্পর্শ করতে পারেনি। নির্বাচনে টাকা দাখিলের পর থেকে অদ্যাবধি আমার কর্মী-সমর্থক-ভোটারদের ওপর হামলা চলে আসছে। এখন নির্বাচনী প্রচারের কোন পরিবেশ নেই। বি.বাড়িয়ায় ক্যাম্পে আগুন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়ার নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
×