ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে তৈরি ‘ব্যালেনো’ জাপানের বাজারে

প্রকাশিত: ০৪:২১, ১৩ মার্চ ২০১৬

ভারতে তৈরি ‘ব্যালেনো’ জাপানের বাজারে

ভারতে তৈরি ‘ব্যালেনো’ জাপানের বাজারে আনল সুজুকি মোটর কর্পোরেশন (এসএমসি)। এই প্রথম ভারতে তাদের সহযোগী সংস্থা মারুতি-সুজুকির কোন গাড়ি জাপানের বাজারে বিক্রির জন্য আমদানি করল জাপানী বহুজাতিক সংস্থাটি। গত অক্টোবরে ব্যালেনো গাড়িটি ভারতের বাজারে এনেছিল মারুতি-সুজুকি। তার আগে সেপ্টেম্বরে ফ্রাঙ্কফুর্ট মোটর শো উপলক্ষে গাড়িটি প্রথম দেখানো হয়। দামি হ্যাচব্যাক গাড়ির বাজারে ধরতেই এই গাড়িটি তৈরি করেছিল মারুতি-সুজুকি। হুন্ডাই-আই২০, হোন্ডার জ্যাজ, ফোক্সভাগেনের পোলোর সঙ্গে টক্কর দেবে মানেসরে তৈরি ব্যালেনো। মারুতি-সুজুকির এমডি ও সিইও কেনিচি আয়ুকায়া বলেন, ভারতে তৈরি গাড়ি জাপানে পা রাখার বিষয়টি আমাদের কাছে গর্বের। -অর্থনৈতিক রিপোর্টার ৭ রুটে ভাড়া কমল এয়ার এশিয়ার এয়ার এশিয়া এবার ঢাকা থেকে পৃথিবীর সাতটি আন্তর্জাতিক রুটে সর্বনিম্ন টাকায় টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে। নতুন এ প্যাকেজের নাম দেয়া হয়েছে ‘এয়ার এশিয়া স্প্রিং ধামাকা’। কর্তৃপক্ষ আশা করছে, এ প্যাকেজ ঘোষণার ফলে এখন তাদের ‘নাও এভরি ওয়ান ক্যান ফ্লাই’ সেøাগান বাস্তবায়ন আরও সহজ হবে। এয়ার এশিয়ার এই নতুন প্যাকেজে ঢাকা-অস্ট্রেলিয়া-ঢাকা টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে। একইভাবে ঢাকা-চায়না-ঢাকা ৪১ হাজার টাকা, ঢাকা-ফিলিপাইন-ঢাকা ৪৬ হাজার ৮শ’ টাকা, ঢাকা-ইন্দোনেশিয়া-ঢাকা ৪১ হাজার ২শ’ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ৩৪ হাজার টাকা, ঢাকা-ব্রুনাই-ঢাকা ৩৮ হাজার ৬শ’ ৫০ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২২ হাজার ১শ’ ৬০ টাকা ধরা হয়েছে। এয়ার এশিয়া কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই অফারের ফলে অনেকেই এখন পরিবার পরিজন নিয়ে বসন্তকালীন অবকাশ কাটাতে বিদেশে বেড়াতে যেতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×