ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশেষ শিশুদের প্রতি বিশেষ যত্নবান হোন ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৩, ১১ মার্চ ২০১৬

বিশেষ শিশুদের প্রতি বিশেষ যত্নবান হোন ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ শিশুদের প্রতি বিশেষ যতœবান হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিশেষ শিশুদের অবহেলা করা বা দূরে রাখা এক ধরনের পাপ। তাদের বিকাশে সাহায্য করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তারাও দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারে। তাদের অনেকের ভাল খেলোয়াড় বা শিল্পী হওয়ার গুণাবলী সুপ্ত অবস্থায় থাকে। সঠিক পরিচর্যা করলে মূলধারার মানুষের মতোই তাদের গুণাবলী বিকশিত হতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রয়াস’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা সেনানিবাসের প্রয়াস স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে ‘প্রয়াস’ এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যা›স (এমজিও) মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । তিনি প্রয়াসের কার্যক্রমকে বেগবান করতে সকলকে সহযোগী হতে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রয়াস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্যের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করে।
×