ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুক যেন শোকবই! গুণী নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া শিল্পীদের মাঝে

স্মরণ ॥ মিঠুর জন্য তারকাদের শোক

প্রকাশিত: ০৬:৩৩, ১০ মার্চ ২০১৬

স্মরণ ॥ মিঠুর জন্য তারকাদের শোক

কনকচাঁপা, সঙ্গীতশিল্পী কোন কোন জোড়া শুধু শুধুই সারাজীবন একসঙ্গে থাকে, কিন্তু দুটো সারফেস সমান না থাকায় কখনোই তা জোড়া লাগে না। তাদের কথা আলাদা। সমাজ সংসার তাদের নিয়ে ভাবেও না। কিন্তু যারা সংসারে নিজেদের জুড়ে নিয়ে সেই ভালবাসাকে শিল্পের পর্যায়ে নিয়ে যায়, সেই জুটি ভাঙ্গা? ভয়ঙ্কর কষ্টের। আল্লাহ্র কাছে প্রার্থনা, আমাদের প্রিয় চিত্রকর কনকচাঁপা চাকমা বাকি জীবন মিঠু ভাইয়ের মানসিক শক্তি নিয়েই সামনে পথ চলবেন। আমরা কনকচাঁপার সঙ্গেই মিঠু ভাইকে পাব। বিজরি বরকতউল্লাহ, অভিনেত্রী কেন! খালিদ মিঠু ভাই এভাবে চলে যাওয়া কেন? অপ্রত্যাশিত সময়ে একজন প্রিয় মানুষের চলে যাওয়া জীবনের সবকিছুকে অন্যভাবে দেখতে শেখায়। হঠাৎ মনে হয়, এই জীবনের কোন ব্যাপারই অত বড় নয়। ইমন, অভিনয়শিল্পী মিঠু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। প্রায় সাত বছর ধরে মানুষটার সঙ্গে আমার ওঠাবসা। ২০০৯ সালে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘গহীনে শব্দ’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। এরপর তাঁর ‘জোনাকির আলো’ ছবিতেও কাজ করেছি। ছবি দুটি দারুণ প্রশংসা পায়। এ আমার পরম সৌভাগ্য যে, তিনি তাঁর দুটি ছবিতেই আমাকে নায়ক করেছিলেন। আমি গর্ববোধ করতাম, মিঠু ভাইয়ের মতো গুণী মানুষ আমাকে বিশ্বাস করেন, আমার অভিনয়ের ওপর আস্থা রাখেন। তিনি আমার চোখে শুধু একজন চলচ্চিত্র নির্মাতাই নন, আমার অভিভাবকও। তিনি আমার পরিবারের একজন হয়েই ছিলেন, থাকবেনও চিরকাল। বিদ্যা সিনহা মিম, অভিনয়শিল্পী আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, খালেদ মাহমুদ মিঠু মামা আমাদের মধ্যে আর নেই। এই মানুষটিকে আমি হৃদয়ের অভ্যন্তর থেকে শ্রদ্ধা করতাম। শুধু তার নির্দেশনার জন্য আমি আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। প্রত্যেকেই তাঁর আত্মার জন্য দোয়া করবেন। মুনিরা মিঠু, অভিনেত্রী কী যে মিষ্টি করে ডাকতেন আমাকে, মিতা! তার দুটি চলচ্চিত্রে কাজ করার সৌভাগ্য হয়েছিল। ভীষণ বিনয়ী হয়ে বলেছিলেন- মিতা, এবারও তোমার স্মরণাপন্ন হলাম। অতিথি শিল্পী হয়ে আমার ছবিতে কাজ করে দাও। খালিদ মিঠু হচ্ছে, আমার দেখা সবচেয়ে মিষ্টভাষী, বিনয়ী, সৎ, বহুগুণ সমৃদ্ধ একজন পরিচালক। ইমন সাহা, সুরকার ও সঙ্গীত পরিচালক মহান চলচ্চিত্র পরিচালক, খুব গুণী ভিজুয়াল আর্টিস্ট এবং অসাধারণ একজন মানুষ খালিদ মিঠু ভাই চলে গেলেন আমাদের ছেড়ে। কত যে দুর্দান্ত স্মৃতি আছে তাঁর সঙ্গে! কাজ করার সুযোগ হয়েছিল তাঁর শেষ ছবি ‘জোনাকির আলো’তে। কল্যাণ, অভিনেতা ওই সকল ভালবাসা দূরে সরে না কখনও, হাঁটে পাশাপাশি প্রতিদিন। অদৃশ্য, অশ্রুত কিন্তু সবসময় কাছে। আপনি সবসময়ই আমার নির্দেশক ছিলেন, দেখিয়েছেন জীবনের সঠিক পথ। যাই-ই হোক, আপনি বেঁচে থাকবেন আমার হৃদয়ে, সর্বদা। ভালবাসি খালিদ মিঠু ভাই। নওশীন নাহরিন মৌ, অভিনেত্রী বিশ্বাসই করতে পারছি না এটা মিঠু ভাই। পারছি না একদমই। বিশ্বাস করতে পারছি না যে, আপনি আমাদের মাঝে নেই। খুব মনে পড়বে আপনার অনুপ্রেরণামূলক প্রত্যেকটা শব্দকে। খুব মিস করব আপনার নিঃশর্ত ভালবাসা, মমতা- যেটা পেয়েছি আপনার কাছে। শান্তিতে থাকুন আমার নির্দেশক, ভাই। ভালবেসে যাব, আজন্ম। অদিতি মহসিন, সংগীতশিল্পী মিঠু ভাইয়ের খবরটি শুনে আমি খুবই মর্মাহত। মানুষটিকে আমি প্রতিদিন সকালে ধানমন্ডি লেকে হাঁটতে দেখতাম। মের্লবোন যাওয়ার আগে, তিনি আমাকে ফেসবুকে উইশ করেছিলেন। সাতদিনের মাথায় এই খবর! বিশ্বাস করতে পারছি না! অনেক ভালবাসা কনকদি (খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী) ও তাঁর দুই সন্তানের জন্য।
×