ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মার্কিন বিমান হামলায় আইএসের যুদ্ধমন্ত্রী নিহত?

প্রকাশিত: ০৩:৫৪, ১০ মার্চ ২০১৬

মার্কিন বিমান হামলায় আইএসের যুদ্ধমন্ত্রী নিহত?

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম কমান্ডার যুদ্ধমন্ত্রী আবু ওমর আল শিশানি সম্ভবত নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) কর্মকর্তারা শিশানি নিহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন। শিশানিকে পেন্টাগন আইএসের যুদ্ধমন্ত্রী বলে বিবেচনা করে। পেন্টাগনের ধারণা সত্য হলে আইএসের নেতাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে এটি একটি বড় ধরনের সাফল্য বলে বিবেচিত হবে। আল শিশানি, ওমর দ্য চেচেন নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড জঙ্গীদের তালিকায় শিশানির নাম রয়েছে। তাকে আটক বা হত্যায় সহায়তা করতে তথ্যের জন্য পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা আছে। খবর ওয়েবসাইটের। ইন্দোনেশিয়ায় পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় বুধবার পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। এ সময় মুসলিম সম্প্রদায়ের অনেকে ইবাদত বন্দেগী করেন। বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের আচার অনুষ্ঠান পালন করে। স্থানীয় সময় ভোর ছয়টা ১৯ মিনিট (গ্রিনিচ সময় ২৩টা ১৯ মিনিট) থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে যেতে শুরু করে চাঁদ। এর প্রায় ঘণ্টাখানেক পর চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন দেশটির পশ্চিম অংশে পূর্ণ সূর্যগ্রহণের দেখা মেলে। মুহূর্তেই চারপাশে নেমে এল রাতের অন্ধকার। বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়ার কিছু অংশের বাসিন্দারাও আজ আংশিক সূর্যগ্রহণ দেখেছেন। খবর এএফপি’র । জুতার বিড়ম্বনা বন্দুকের মতো দেখতে জুতা পরে বিমানে উঠতে গিয়ে বিপত্তিতে পড়েন এক নারী। ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এমন ঘটনা ঘটে। এমনকি নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়ে বিমান ছাড়তেও দেরি হয়। শুধু জুতা নয়, ওই নারীর ব্যাগে নকল বুলেট লাগানো ব্রেসলেটও ছিল। তবে শেষ পর্যন্ত বিমানবন্দরেই সেগুলো ফেলে যেতে হয় তাকে। -আনন্দবাজার পত্রিকা সেই হিমশৈলর বয়স ১ লাখ বছর! টাইটানিকে ধাক্কা দেয়া হিমশৈল বা আইসবার্গটির উৎস ছিল দক্ষিণ-পশ্চিম গ্রিনল্যান্ড। ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্র্যান্ট বিগ বলেছেন, ওই হিমশৈলটি এক লাখেরও বেশি বছরের পুরনো। ১৯০৮ সালে মূল হিমবাহ থেকে খুব সম্ভবত আলাদা হয়ে ১৯১২ সালে দক্ষিণ দিকে ভেসে যাওয়া শুরু করে এটি। টাইটানিককে ধাক্কা দেয়ার সময় এর দৈর্ঘ্য ছিল ৪০০ ফুট এবং ওজন ছিল ১৫ লাখ টন। তবে গ্র্যান্টের দাবি, আসলে এর দৈর্ঘ্য ছিল ১৭০০ ফুট এবং ওজন ৭.৫ কোটি টন। -ওয়েবসাইট
×