ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হয়রানির প্রতিবাদে পটুয়াখালী বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:০৮, ৭ মার্চ ২০১৬

হয়রানির প্রতিবাদে পটুয়াখালী বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৬ মার্চ ॥ আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম শরীফকে গ্রেফতার, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমানের বাসায় পুলিশের তল্লাশি, জেলার মরিচবুনিয়া, আউলিয়াপুর, চরবিশ্বাস, রাঙ্গাবালী ও ধুলিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, মামলা, ভাংচুর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও আহত করার প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, বদরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম শরীফকে নিজ এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালানার সময় গত শুক্রবার বিকেলে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। আবদুস সালাম শরীফের জনপ্রিয়তায় ভীত হয়ে নির্বাচনকালীন নির্বাচন থেকে দূরে রাখতে এবং নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়। সড়কের কাজ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ৬ মার্চ ॥ কালকিনি পৌরসভাসহ বিভিন্ন এলাকার মোট ২৪টি রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর মেয়র এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তাগুলো উদ্বোধন করেন স্থানীয় এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, তৌফিকুজ্জামান শাহিন, জেলা খায়রুল আলম খোকন বেপারী,আশ্রাফ বেপারী প্রমুখ। বেতার শ্রোতা ক্লাবের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ মার্চ ॥ বাংলাদেশ বেতার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে রবিবার খালিয়াজুরি উপজেলায় কিশোরীদের নিয়ে গঠিত বেতার শ্রোতা ক্লাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহায়তায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন বেতারের উপ-পরিচালক মোঃ ওমর শরীফ, সহকারী পরিচালক হাসনাতুল আজম প্রিন্স প্রমুখ। বিদ্যুত বিভাগের দাপুটে সিবিএ নেতা কারাগারে স্টাফ রিপোর্টার, রংপুর ॥ গাইবান্ধার বিদ্যুত বিভাগের লাইনম্যান দাপুটে সিবিএ নেতা ফিরোজ কবীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে রংপুরের বিদ্যুত আদালত। গাইবান্ধার বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন বিদ্যুত বিভাগ। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এতদিন সে পালিয়ে ছিল। রবিবার সে রংপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ মার্চ ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই বন্ধ ও হামলা-মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে শ্রমিকরা। রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এ কর্মসূচী পালন করে ‘মদিনা ফ্যাশন ক্র্যাফট লিমিটেড’ কারখানার কয়েকশ’ শ্রমিক। শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো ৫ হাজার ৮শ’ টাকা বাস্তবায়ন না করে তাদের প্রতারিত করছে। পরবর্তীতে এর প্রতিবাদ করলে অনেক শ্রমিক ছাঁটাইসহ হামলা ও মামলার শিকার হচ্ছেন তারা। তাই এর প্রতিবাদে কারখানাটির ৭ শতাধিক শ্রমিক দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে শ্রমিকরা ব্যানার ও প্ল্যা-কার্ড হাতে বাইপাইল হতে আশুলিয়া থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় বিভিন্ন দাবি নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র বাতিল দাবিতে ধর্মঘট পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থানঘট, মানববন্ধন ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ি সরকারী কলেজের ২০১৬ সালের এইচএসসি শিক্ষার্থীরা। রবিবার সকালে খাগড়াছড়ি সরকারী কলেজের সহস্রাধিক এইচএসসি শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে দিকে যেতে মূল ফটকে পুলিশ আটকে দিলে শিক্ষার্থীরা রাস্তার ওপর বসে পড়ে এবং বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে পরীক্ষার্থী রনেল চাকমা, অরিন্দম কৃষ্ণ দে, বিশ^জিৎ ভট্টাচার্য ও তপন চাকমা। পরীক্ষার্থী রনেল চাকমা বলেন, প্রতিবছর খাগড়াছড়ি সরকারী কলেজের পরীক্ষার্থীরা খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু এই বছর হঠাৎ পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজে স্থানান্তর করা হয়েছে। অরিন্দম কৃষ্ণ দে অভিযোগ করেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অন্য কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা বৈষম্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের কারণে পরীক্ষার্থীদের ভাল ফল হয় না। খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবদুর সবুর খান বলেন, পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত। এখানে আমাদের করার কিছু নেই। রাজশাহীতে পুকুর খনন বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবায় ফসলি জমি নষ্ট করে পুকুর খনন বন্ধের দাবি জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। রবিবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে এলাকার ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকদের দাবি, পবা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পুকুর খননের মহোৎসব। গত দুই বছরে চার হাজার বিঘা ফসলি জমি কেটে পুকুর খনন করা হয়েছে। প্রতিবছর গড়ে দুই হাজার বিঘা ফসলি জমি কমছে শুধু পুকুর খননের কারণে। সিরাজগঞ্জ ডিসির পুরস্কার লাভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন শ্রেষ্ঠ ব্যক্তি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পুরস্কার ঘোষণা করা হয়েছিল। রবিবার সকালে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন শেষে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের হাতে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দিয়েছেন। যশোর আদালত থেকে জামিন পেয়েছেন মাহফুজ আনাম স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর আদালত থেকে জামিন পেয়েছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। রবিবার বেলা ১১টার দিকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলীর আদালতে তিনি হাজিরা দেন। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা শোনে। বেলা দেড়টায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় মাহফুজ আনামের সঙ্গে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরের দুটি আদালতে দুটি পিটিশন মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়েছিল।
×