ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ কোটি টাকা ব্যয়ে সোনামসজিদ স্থলবন্দর উন্নয়ন

প্রকাশিত: ০৩:৪৩, ৭ মার্চ ২০১৬

১৪ কোটি টাকা ব্যয়ে সোনামসজিদ  স্থলবন্দর উন্নয়ন

ডি. এম. তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ সোনামসজিদ স্থলবন্দরে স্থান সঙ্কটের সমাধানে সংশিষ্ট মন্ত্রণালয় দ্রুত কাজ করে চলেছে। আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রমে গতি আনতে ও কোন ধরনের বিঘœ সৃষ্টি না হতে পারে সেই লক্ষ্যে বর্ষার আগেই কাজ শেষ করতে চাচ্ছে কর্তৃপক্ষ। বন্দরের উন্নয়নে ১৪ কোটি টাকার বরাদ্দ দিয়ে উন্নয়নমূলক একাধিক সেক্টরকে আনা হচ্ছে ডিজিটাল গতির মধ্যে। তাই সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড বিশাল অংকের টাকা দিয়ে পানামার অভ্যন্তরে অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বন্দর প্রকৌশল শাখা জনকণ্ঠকে নিশ্চিত করেছে ১নং গেট থেকে ৫নং গেট পর্যন্ত পুরো সড়কটি সংস্কার করা হচ্ছে। কারণ বর্ষার সময়ে রাস্তা দুটো কাদা আর খিচে এতটাই বেহাল হয়ে পড়ত যে কোন ধরনের যানবাহান চলাচল করা সম্ভব হতো না। রোডে আরসিসির কাজ প্রায় শেষ হওয়ার কারণে পণ্যবোঝাই ট্রাক এখন নির্বিঘেœ চলাচল করতে পারবে। ইতোমধ্যেই ৩৬ হাজার স্কয়ার ফুটের দুটি গুদামঘর নির্মাণের ফলে কোন মালামাল আর বাইরে পড়ে থেকে নষ্ট হবে না। এ ছাড়াও ৪নং গেটের সামনেসহ বিভিন্ন স্থানে ইয়ার্ড নির্মাণের কাজ দ্রুত শেষ করা হয়েছে। এতদিন প্রশাসনিক ভবন না থাকার কারণে পানামার বিশাল ইয়ার্ড নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। সেই কাজটিও শেষ হয়েছে। ফলে এখন নতুন প্রশাসনিক ভবন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিশাল পানামা ইয়ার্ডের মধ্যে প্রায় পণ্যবাহী ট্রাকের জট বেঁধে যেত। ১নং গেটের কাছে একটি ওয়েব্রিজসহ নিয়ন্ত্রণ কক্ষ নির্মাণ করার কারণে দ্রুত লোড-আনলোড ট্রাক বৈধ ওজন নিয়ে বের হয়ে যেতে পারবে। এ ছাড়াও বিশাল ইয়ার্ডের প্রাচীর নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো সংশ্লিষ্টদের। তাই ইয়ার্ডের প্রাচীর উঁচু করার কারণে কোন মালামাল ইচ্ছা করলেই বাইরে পাঠানো সম্ভবপর হবে না।
×