ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাট প্রত্যাহারের প্রভাব পড়েনি কম্পিউটার পণ্যের বাজারে

প্রকাশিত: ০৩:৪২, ৭ মার্চ ২০১৬

ভ্যাট প্রত্যাহারের প্রভাব পড়েনি কম্পিউটার পণ্যের বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কম্পিউটার পণ্য আমদানিতে একদিকে যেমন আমদানি শুল্ক দিতে হবে না তেমনি ভোক্তা পর্যায়ে দিতে হবে না মূল্য সংযোজন কর বা ভ্যাট। প্রযুক্তি পণ্যের ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও পণ্য বিক্রির ক্ষেত্রে দামের ওপর কোন প্রভাব পড়েনি বলে জানালেন তারা। প্রযুক্তি পণ্য ব্যবহারে উৎসাহ দেয়া হলেও চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর হঠাৎ করেই কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির ওপর ৪ শতাংশ ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আয় বাড়াতে এনবিআরের এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ গঠনের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। তারই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারির মাঝামাঝি কম্পিউটারের বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তবে বাজারে এর কোন প্রভাব পড়েনিÑ ভোক্তার এমন অভিযোগের সত্যতা স্বীকার করলেন স্বয়ং বিক্রেতারা। ভোক্তা পর্যায়ে এখনও কোন প্রভাব না পড়লেও প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়াবে এই সিদ্ধান্তÑ এমনটা উল্লেখ করে তথ্যপ্রযুক্তি খাতের প্রসারে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদুজ্জামান বলেন, ‘দুঃখজনক হলো, পণ্য তৈরির পর পণ্যের গায়ে আমাদের লিখে দিতে হয় মেড ইন চায়না। কারণ এটা লিখলে ট্যাক্স-ভ্যাট কম থাকে। এখন আমদানিতে শূন্য শতাংশ ভ্যাট এবং উৎপাদনের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট। মেড ইন বাংলাদেশ এই কথাটি লেখার জন্য উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ‘যখন আমরা কাস্টমস হাউসগুলোতে যাচ্ছি ওনারা বলছেন আমরা ভ্যাট প্রত্যাহার করিনি।
×