ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশীয় সংস্কৃতির কথা বলে ধারাবাহিক ‘টিভি পরিবার’

প্রকাশিত: ০৩:১৬, ৬ মার্চ ২০১৬

দেশীয় সংস্কৃতির কথা বলে ধারাবাহিক ‘টিভি পরিবার’

সাজু আহমেদ ॥ দর্শক ফেরাতে সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন কম দেখানোর পাশাপাশি টিভি নাটকের মান উন্নয়নের কথা বলা হচ্ছে। প্রকৃতপক্ষে এ দায়িত্ব কেউ আদৌ পালন করছেন বলে মনে হয় না। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে যে ভাবেন তার প্রমাণ পাওয়া গেল ‘টিভি পরিবার’ নাট্য নির্মাণের ক্ষেত্রে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন দেশীয় সংস্কৃতি চর্চা, প্রকাশ প্রচারের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি নির্মিত হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘টিভি পরিবার’। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে ভিনদেশীয় চ্যানেলের প্রভাবে দেশীয় সংস্কৃতির খ-িত হওয়ার বিষয়টি। বলা হচ্ছে সমাজের অনেক কিছু পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের কালচার আচরণ। কিন্তু আমাদের নিজস্বতা স্বকীয়তা একেবারে ভেঙ্গে দিচ্ছে কৃষ্টি। আমাদের স্যাটেলাইট সংস্কৃতির অবাধ উন্মুক্ততা আমাদের দেশীয় সংস্কৃতির মূলে কুঠারাঘাত করেছে। এ অবস্থায় দেশীয় সংস্কৃতির অন্যতম উপাদান টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানে দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সচেতনতা জরুরী। ‘টিভি পরিবার’ নাটকের গল্পও ঠিক এমনি। এতে তুলে ধরা হয়েছে ভিনদেশী চ্যানেলে আসক্তির কারণে দেশীয় চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠান যে টানছে না তার বিভিন্ন চিত্র এবং কারণ। দর্শকদের দেশীয় চ্যানেলে ফিরিয়ে আনতে নাটকের গল্প সাজানো হয়েছে। সাম্প্রতিক সময়ের জন্য নাটকটি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে শো ব্লিজ ইন্টারটেইনমেন্ট ইউএসএ প্রযোজনায় প্রতিদিনের ধারাবাহিক হিসেবে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকের নির্বাহী প্রযোজক জাহাঙ্গীর কবির (জেকে) ও ফারহানা পারভীন। নাটকটি রচনা করেছেন আজম খান। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন রেজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মৌটুসী বিশ্বাস, কল্যাণ কোরাইয়া, ইশানা, কাজী উজ্জ্বল, শিখা খান, জিদান সরকার, রিতু রহমান, সাজু আহমেদ, দোলন দে, আসাদ মিয়াজী, জাহের আলভী, লাবণ্য লিজা, নিরব খান, কামরুল বাহার, সুপর্না, সিমনা শিলা। রাজধানীর উত্তরায় একটি হাউজে ইতোমধ্যে নাটকটির শূটিং শুরু হয়েছে। এদিকে ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে বরেণ্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, টিভি পরিবার নাটকের গল্প বলা যায় আমাদের জীবনেরই গল্প। খুব হাস্যরসাত্মক এবং বিদ্রƒপাত্মক একটি গল্পের নাটক। তবে এখনই নাটকটি নিয়ে বেশি কিছু বলার মতো অবস্থা তৈরি হয়নি। মৌটুসী বিশ্বাস বলেন, সুমন রেজাকে আন্তরিক ধন্যবাদ, সেলিম ভাইয়ের সঙ্গে কাজটি করার সুযোগ দেয়ার জন্য। পরিচালক সুমন রেজা জানান, আসছে জুন-জুলাইয়ে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। আমরা আশা করছি হাস্যরসাত্মক ও সামাজিক মেসেজধর্মী এই নাটকটি দর্শকরা পছন্দ করবেন।
×