ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যারা আরেকটি ১/১১’র স্বপ্ন দেখছেন সেই রঙিন খোয়াব সফল হবে না ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:২৬, ৫ মার্চ ২০১৬

যারা আরেকটি  ১/১১’র স্বপ্ন  দেখছেন সেই রঙিন খোয়াব সফল হবে না ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু রাজনীতিকের সহযোগিতায় সুশীল সমাজের কতিপয় লোক ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল। ১/১১’র পেছনে সুশীল সমাজের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাদের কারণেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিরোধী কর্মকা- পরিচালনা করতে পেরেছিল। রাজনীতিকদের অনেকে সুবিধা নিতেই ওই বিতর্কিত কর্মকা-ে প্রত্যক্ষ সহায়তা করেছিল। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা সফল করতে শুক্রবার ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন বর্জন করে, আন্দোলনে ব্যর্থ হয়ে, যাঁরা আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখছেন, তাঁদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সেই রঙিন খোয়াব সফল হবে না। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন হবে না। ওয়ান ইলেভেন প্রসঙ্গে তিনি বলেন, তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময় কারাগার ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালাস্বরূপ। ১/১১ থেকে অনেক কিছু শেখার ছিল। শিক্ষা নিয়েছিল বলেই আওয়ামী লীগ এখন অধিক সংগঠিত। আর বিএনপি এখান থেকে কোন শিক্ষা নিতে পারেনি বলেই তাদের (বিএনপি) এই করুণ দশা। সেতুমন্ত্রী বলেন, সততা, সাহস ও কমিটমেন্টের অভাবে বিএনপি আজ দেউলিয়া হয়ে গেছে। কতটা দেউলিয়া হয়ে গেছে যে, কাউন্সিলের জন্য তারা অনুমতি চায়। সাহস ও সততার সঙ্কট আছে বলে খালেদা জিয়া পিছিয়ে আছেন। সততায় এগিয়ে আছেন বলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। কাউন্সিলে সরকারের বাধার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, কাউন্সিলের ভেন্যু আসলে বিএনপি নিজেরাই ঠিক করতে পারেনি। সরকার যদি বাধা দিত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের অনুমতি পেল কেমন করে? বাধা আসলে সরকার না, বিএনপির বাধা হচ্ছে বিএনপিই। তাদের মধ্যে এখন নানা মত, নানা পথ। তাই তারা মনস্থির করতে পারেনি কোথায় কাউন্সিল করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন জমায় বাধা দেয়ার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সাত শ’র মধ্যে শুনলাম ১৮৪ ইউনিয়ন পরিষদে বাধা দেয়া হয়েছে। আসলে কি জানেন, বাধা কেউ দেয়নি। আসল কথা তারা (বিএনপি) নিজেরাই প্রার্থী খুঁজে পায়নি। প্রার্থী না পেলে আমরা কোথা থেকে তাদের প্রার্থী খুঁজে বের করে দেব? প্রার্থী সঙ্কটে ভুগছে তারা। বাধা কোথায় কোথায় দিয়েছে, সেটা আমাদের সুনির্দিষ্ট করে বলুন। কেন্দ্রীয়ভাবে বাধা দেয়ার নির্দেশ শেখ হাসিনার নেই। স্থানীয়ভাবে কোথাও বাধা দেয়ার ঘটনা ঘটলে সেটা স্পষ্ট উপস্থাপন করতে পারেন। তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন-অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপির রাজনীতিতে সঙ্কটের ছায়া ফেলেছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার লক্ষে ছাত্রলীগ এই মতবিনিময় সভার আয়োজন করে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম ও ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিএনপির শীর্ষ পদের নির্বাচন অগণতান্ত্রিক- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কাউন্সিলের আগেই অগণতান্ত্রিক উপায়ে বিএনপি তাদের দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের পরে। কিন্তু বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এক সমাবেশে তিনি আরও বলেন, কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে পারেন এমন ভয় থেকেই তড়িঘড়ি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও শুনেছি জিয়াউর রহমানের পরিবারের সদস্যসহ অনেকেই চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কেনার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু তাদের হুমকি-ধমকি দেয়া হয়েছে। সম্প্রতি দেশে শিশুহত্যায় উদ্বেগ প্রকাশ করে হাছান মাহমুদ আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান, আপনারা এর বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করে গড়ে তুলুন। শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক সংহতি খুব বেশি প্রয়োজন। সুশীল সমাজদের বলব, সরকারের পান থেকে চুন খসলে আপনার সমালোচনা করেন, বিবৃতি প্রদান করেন। এখন শিশু হত্যার বিরুদ্ধে আপনারা নিশ্চুপ কেন?’ আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ। রাজনীতিতে আ’লীগের প্রতিপক্ষ নেই ॥ কর্মসূচী সফল করতে বিকেলে ধানম-ির কার্যালয়ে ঢাকা মহানগর থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে দৃশ্যত আওয়ামী লীগের তেমন কোন প্রতিপক্ষ নেই। যাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল তারা এখন নানারকম ভয়-ব্যাধিতে আক্রান্ত হয়েছে। মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
×