ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এটিএম বুথে টাকা লোড করার সময় দুর্বৃত্তরা হানা দেয়

কালিয়াকৈরে এটিএম বুথের ১ কোটি ৮৪ লাখ টাকা লুট

প্রকাশিত: ০৫:৩২, ৪ মার্চ ২০১৬

কালিয়াকৈরে এটিএম বুথের ১ কোটি ৮৪ লাখ টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩ মার্চ ॥ কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার সময় প্রায় এক কোটি ৮৪ লাখ টাকা বোঝাই দুটি ট্রাঙ্ক দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারী আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ‘মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেড’-এর দুই গানম্যান ও বুথের নিরাপত্তা কর্মীসহ নয়জনকে আটক করেছে। এদিকে ময়মনসিংহের একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দুটি ট্রাঙ্ক ও একটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার হয়নি। পুলিশ এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে লাঠি হাতে তিন দুর্বৃত্তকে ট্রাঙ্ক নিয়ে যাওয়ার ছবি চিহ্নিত করেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মানি প্ল্যান্ট লিঙ্কের পরিচালক (প্রশাসন) অজয় কুমার ৩৩টি বুথে টাকা লোড করার জন্য টাকা নিয়ে ঢাকা থেকে রওনা হয় মানি প্ল্যান্টের দুই গানম্যান ও নিরাপত্তা কর্মীসহ ৭ সদস্যের একটি টিম। ১৮টি বুথে টাকা লোড করার পর ১৯তম বুথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর (হরিণহাটি) এলাকার এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার গেটের ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্টট্রেক এটিএম বুথে বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে আসে তারা। এ বুথে গ্রাহকরা টাকা ওঠাতে ও জমা দিতে পারেন। মানি প্ল্যান্টের ৩ গানম্যানকে বুথের বাইরে রেখে বাকি ৪ জন টাকা নিয়ে বুথে প্রবেশ করে। বুথে ৪টি ভল্টের মধ্যে একটিতে ২২ লাখ টাকা রাখার পর পরই ১০/১২ জনের দুর্বৃত্তের দল পিকআপ নিয়ে বুথের সামনে আসে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক নিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারীসহ ৪ জন আহত হয়। আহতরা হলো গানম্যান শেখ খেলাফত হোসেন (৪০), জিয়াউর রহমান (৩৫), শেখ শাহজাহান (৩২) ও বুথের নিরাপত্তা কর্মী লিয়াকত আলী (গুরুতর আহত শেখ খেলাফত হোসেনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জিয়াউর রহমান ও শেখ শাহজাহানকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ডাচ- বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (এটিএম বুথ) মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় গানম্যান জিয়াউর রহমানসহ মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে দুপুরের দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাশধি এলাকার একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাঙ্ক ও একটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ওই ট্রাঙ্ক ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুটের ট্রাঙ্ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা যাবে। এ ব্যাপারে ডাচ্-বাংলা ব্যাংকের উপ -মহাব্যবস্থাপক আবুল কাশেম মোহাম্মদ শিরিণ জানান, কালিয়াকৈরে ডাকাতির একটি ঘটনা ঘটেছে বলে মানি প্ল্যান্ট আমাদের জানিয়েছে। তবে ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী এ বিষয়ে ব্যাংকের কোন দায়দায়িত্ব নেই। রাস্তা বা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব মানি প্ল্যান্টের। ব্যাংক এর দায় নেবে না।
×