ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে ভাংচুর কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

ময়মনসিংহ মেডিক্যালে বহিরাগত হামলায় ইন্টার্ন ডাক্তার লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:০৭, ২ মার্চ ২০১৬

ময়মনসিংহ মেডিক্যালে বহিরাগত হামলায় ইন্টার্ন ডাক্তার লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের হামলায় মাজহার নামে এক ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। প্রতিবাদে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর শেষে হাসপাতালের সব ক’টি ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতার দাবিতে মঙ্গলবার বিকেল থেকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। ইন্টার্ন চিকিৎসকদের এ রকম তুলকালামে হাসপাতালের জরুরী বিভাগে আসা রোগী চরম দুর্ভোগের শিকার হয়েছে। প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ থাকার সময় হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থানরত শত শত রোগী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের সিএ ডাঃ সেতু জানান, বিকেল পৌনে ৩ টার দিকে ছয়-সাত জনের একদল যুবক ওয়ার্ডের ভেতরে ঢুকে কর্তব্যরত ডাঃ সেতুর সঙ্গে অযথা তর্কে লিপ্ত হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসক ডাঃ মাজহার এগিয়ে এলে অজ্ঞাতনামা যুবকরা তার ওপর হামলা চালিয়ে সটকে পড়ে। হামলার কারণ জানাতে পারেননি ডাঃ সেতু। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল ৩ টার দিকে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের ওয়ার্ড থেকে বের হয়ে জরুরী বিভাগে এসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও কাঁচ ভাংচুর করে এবং এক পর্যায়ে হাসপাতালের জরুরী বিভাগসহ হাসপাতালের সব ক’টি প্রবেশপথে তালা লাগিয়ে দেয়। এ সময় বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ উত্তরবঙ্গ থেকে আসা শত শত রোগী হাসপাতালের জরুরী বিভাগের সামনে আটকা পড়ে। কিশোরগঞ্জের তাড়াইল থেকে আসা প্রসূতি মিনারা বেগম প্রসব যন্ত্রণায় এ্যাম্বুলেন্সের ভেতরে ছটফট করছিলেন। নেত্রকোনার সদরের হাদিস মিয়ার দেড় বছরের শিশুকন্যা তামান্নাকে আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড করা হয়েছিল। কিন্তু জরুরী বিভাগে তালা থাকায় তামান্নাকে নিয়ে তার ফুফু মিলন আক্তারকে এক ঘণ্টার বেশি সময় মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি থেকে আসা আবুল কালাম(৪৫) ক্ষোভ প্রকাশ করে জানান, রোগীদের এভাবে জিম্মি করে আন্দোলন কেন? বিকেল সাড়ে ৪টার দিকে পরে খুলে দেয়া হয় জরুরী বিভাগের তালা।
×