ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিক্ষকের মাথা থেঁতলে দেয়ায় জেলহাজতে তিনজন

প্রকাশিত: ০৪:১১, ১ মার্চ ২০১৬

শিক্ষকের মাথা থেঁতলে দেয়ায় জেলহাজতে তিনজন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসএসসি পরীক্ষায় নকলে বাঁধা দেয়ায় শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দিয়েছে পরীক্ষার্থীর বাবা ও তার দু’সহযোগী। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে রবিবার রাতে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনা বেগম জানান, শান্তা আক্তার নামের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে রবিবার নকলে বাঁধা দেয় গণিতের শিক্ষক পরিদর্শক হরিচাঁদ ম-ল। পরীক্ষা শেষে বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পিতা বানারীপাড়া পৌরসভার স্টাফ হুমায়ুন কবির শরীফ ও তার সহযোগী কামাল হোসেন ও নাঈম হোসেন সাদ্দাম কেন্দ্রে প্রবেশ করে গণিতের শিক্ষক হরিচাঁদ ম-লের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ইট দিয়ে পিটিয়ে ওই শিক্ষকের মাথা থেঁতলে দেয়া হয়।
×