ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে চুক্তি

প্রকাশিত: ০৩:৫৯, ১ মার্চ ২০১৬

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে চুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরবাসীর পানির চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারে না ওয়াসা। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে কোন প্রকারে চলছে ওয়াসার পানি সরবরাহ কার্যক্রম। দীর্ঘদিন বড় কোন প্রকল্পের বাস্তবায়ন নেই। ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-১)’ এর কাজ শেষ হলে পাইপ লাইনে যুক্ত হওয়ার কথা ছিল দৈনিক ১৪ কোটি লিটার পানি। কিন্তু নানা জটিলতায় এ প্রকল্পের কাজও বিলম্বিত হয়েছে। সর্বশেষ সোমবার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া ও জাপানভিত্তিক দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম ওয়াসা। এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসীর পানির চাহিদা অনেকটাই মিটে যাবে বলে আশা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। সোমবার সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউতে চুক্তি স্বাক্ষরিত হয় দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান কোলন গ্লোবাল কর্পোরেশন ও জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান কোবুতা কন্সট্রাকশন কর্পোরেশনের সঙ্গে। ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ এবং বিদেশী দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মি. জং চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াসার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, জাপানের এনজেএস কনসালটেন্ট কোম্পানি লিমিটেডের পরামর্শক স্টিভেন মাসলার, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ফেজ-২) পরিচালক কাজী ইয়াকুব সিরাজ উদ দৌল্লাহ, বোর্ড সদস্য এবং সংস্থারটি বিভিন্ন বিভাগের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) বাস্তবায়নে ব্যয় হবে ৪৪ হাজার ৯১০ মিলিয়ন টাকা। এতে জাপানের সাহায্য সংস্থা জাইকা দেবে ৩৮ হাজার ৫৩০ মিলিয়ন টাকা, বাংলাদেশ সরকার দেবে ৮ হাজার ৪৪০ মিলিয়ন টাকা এবং চট্টগ্রাম ওয়াসা দেবে ২৩০ মিলিয়ন টাকা। চুক্তি অনুযায়ী প্রকল্পের কাজ শুরু হবে আগামী মাসে, যা বাস্তবায়িত হবে ৩৬ মাসের মধ্যে।
×