ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চিলাই বাঁচাও দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

চিলাই বাঁচাও দাবিতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ ফেব্রুয়ারি ॥ ভাওয়ালের মৃতপ্রায় চিলাই নদীর সংস্কার ও নাব্য ফিরিয়ে আনার দাবিতে উৎসস্থল হতে শেষপ্রান্ত পর্যন্ত নদীর ২৩ কি.মি. তীর জুড়ে একযোগে ৮টি স্পটে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে চিলাই বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন যৌথভাবে এ কর্মসূচী পালন করে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিলাই নদীর উৎসস্থল গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের সেরলিয়াবাড়ি ঘাটসহ লোহাগাছিয়ার গাজীতলা ঘাট, গাজীপুর সিটি কর্পোরেশনের মহালঘাট, শ্মশানঘাট, হানকাটা ব্রিজ, তীতারকুল ব্রিজ, কানাইয়া বাজার, ও পূবাইল ব্রিজ এলাকায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাজনৈতিক কর্মী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। গাজীপুর সিটি কর্পোরেশনের হানকাটা ব্রিজ এলাকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাই বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এ্যাডভোকেট জালাল উদ্দীন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনির হোসেন। এতে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা সিপিবির সভাপতি জয়নাল আবেদীন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমারত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ। চিলাই নদীর উৎসস্থল সেরলিয়াবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত, কাজী আজিম উদ্দিন কলেজের প্রভাষক শামীম আশরাফ মুকুল প্রমুখ।
×