ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৪ শিশু হত্যা

আরজু ও বশির রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

আরজু ও বশির রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তার ও পঞ্চায়েত কমিটি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি চার ছাত্র অপহরণসহ তাদের হত্যার দায়ে গ্রেফতারকৃত আরজু মিয়া ও বশিরের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ খন্দকারের আদালতে ওই দু’জনকে হাজির করা হলে ১০ দিন করে রিমান্ড আবেদন জানান ডিবির ওসি মোক্তাদির আলম। এরই প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক আরজুর সাত দিন ও বশিরের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন মিডিয়াকর্মীদের জানান, শিশু হত্যা মামলাটি এখন চাঞ্চল্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত রুবেল ও জুয়েলের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। এদিকে শিশু হত্যার মতো নির্মম ঘটনা সংঘটিত হওয়ার আগে উদাসীনতা বা গাফিলতির অভিযোগ আসায় বাহুবল থানার ওসি মোশারফ হোসেনের বিরুদ্ধে শুরু হয়েছে জোর পুলিশী তদন্ত। হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্রের নির্দেশে এ্যাডিশনাল এসপি শহীদুল ইসলামকে প্রধান করে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এই তদন্তকাজ পরিচালনা করছে। তবে এ বিষয়ক কোন কমিটি গঠনের কথা পুলিশ অজ্ঞাত কারণে চেপে যাচ্ছে। অন্যদিকে শুভ, তাজেল, মনির ও ইসমাঈলকে হত্যার ১০ দিন অতিবাহিত হলেও সুন্দ্রাটিকি গ্রামের সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। নিহতদের জন্য সোমবার সুন্দ্রাটিকি গ্রামে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও গ্রামবাসীসহ সমাজের নানা স্তরের মানুষ। এ সময় নিহত ওই কোমলমতি শিশুদের বাবা-মা ও তাদের আত্মীয়স্বজনদের কান্নায় সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারি হয়ে ওঠে সুন্দ্রাটিকি গ্রামের বাতাস। এদিকে সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্র অপহরণ ও পরবর্তীতে নির্মমভাবে হত্যাকা-ের প্রতিবাদে হবিগঞ্জ শহরে মানববন্ধন করেছে জেলা ছাত্র সমন্বয় ফোরাম। সোমবার দুপুরে শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×