ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কবি আবদুল আওয়ালের জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:১৩, ২২ ফেব্রুয়ারি ২০১৬

কবি আবদুল আওয়ালের জন্মদিন আজ

সত্তর দশকের বিশিষ্ট কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্মদিন আজ। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারির ঊষালগ্নে এ কবির জন্ম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বহলাতলী গ্রামে। দীর্ঘ একযুগ কাটিয়েছেন রাজবাড়ী শহরে এবং সেখানেই প্রথম কবিতার উৎপত্তি। কবিতা লেখা শুরু হয় ’৬৯ সাল থেকে দৈনিক আজাদের সাহিত্য পাতায়। স্বাধীনতাউত্তর দৈনিক বাংলা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় দৈনিক, লিটল ম্যাগাজিনে অজস্র লেখা ছাপা হয়েছে এবং এখনও হচ্ছে। ’৭২ থেকে ’৭৫-এর মাঝামাঝি পর্যন্ত আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কণ্ঠস্বর’-এ সম্পাদকীয় সহযোগী হিসেবে কাজ করেছেন। তাঁর লেখা তিনটি কবিতার বই বেরিয়েছে এ পর্যন্ত। -বিজ্ঞপ্তি ভারতের বিমানবাহিনী প্রধান ঢাকায় কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল অরূপ রাহা পাঁচ দিনের সফরে রবিবার ঢাকায় এসেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
×