ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় নেতারা যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছেন, দাবি ক্যামেরনের

ব্রিটেনকে ইইউতে রাখার লড়াই

প্রকাশিত: ০৪:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ব্রিটেনকে ইইউতে রাখার লড়াই

ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাখার চেষ্টায় ইউরোপীয় নেতারা শুক্রবার গভীর রাতে ব্রাসেলসে এক চুক্তি সই করেছেন। এ চুক্তি সইয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার দেশকে ইইউতে রাখতে অবিরাম প্রচার অভিযান চালিয়ে যাওয়ার সঙ্কল্প ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যকে ইইউতে বিশেষ মর্যাদা দিয়ে ব্রিটেন ইইউতে থাকবে কিনা তা নিয়ে জুন মাসে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হতে পারে। চুক্তিটি ২৮ সদস্যের ব্লকের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বদলে দেবে বলে তিনি দাবি করেন। কিন্তু ইইউ ত্যাগের পক্ষে প্রচারকারীরা বলেছেন, এটি এক অন্তঃসারশূন্য চুক্তি যা কেবল সামান্য পরিবর্তনেরই প্রস্তাব করেছে। খবর ওয়াশিংটন পোস্ট, এএফপি ও বিবিসির। ব্রাসেলসে দু’দিনের বিরামহীন আলোচনার পর চুক্তিটি সই হওয়ায় ব্রিটেনের ইইউর সদস্যপদ প্রসঙ্গে গণভোট অনুষ্ঠানের পথ সুগম হলো। যদি দেশটি ইইউ ত্যাগ করে তা হলে এটিই হবে ব্লক ছেড়ে যাওয়া প্রথম দেশ। ব্রিটেনের ইইউ ত্যাগ এমন এক সময়ে ব্লকটির ভেঙ্গে পড়ার সূচনা হবে পরে, যখন ইউনিয়ন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। শুক্রবার ইইউ নেতাদের সঙ্গে ক্যামেরনের স্বাক্ষরিত চুক্তিটি যুক্তরাজ্যকে ইউনিয়নের মধ্যে “বিশেষ মর্যাদা” দিয়েছে বলে দাবি করে তিনি একে এক ঐতিহাসিক চুক্তি বলে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনে নেতারা এক সম্ভাব্য বিপর্যয়কর বিচ্ছেদ এড়ানোর লক্ষ্যে ব্রিটেনকে ছাড় দিতে সম্মত হন। যেমন-ব্রিটেনকে ইইউর সঙ্গে ঘনিষ্ঠতর সম্পর্ক গড়ে তোলার ঘোষিত লক্ষ্য বাধ্যবাধ্যকতা থেকে ঘটিত রেহাই দেয়া হয়, অর্থাৎ, ব্রিটেন কোন রাজনৈতিক ইউনিয়নে যোগ দিতে বাধ্য থাকবে না, সিটি অব লন্ডনকে রক্ষা করতে জরুরী পদক্ষেপ গ্রহণের ক্ষমতা যুক্তরাজ্যের থাকবে অর্থাৎ, সিটি অব লন্ডনের ওপর ইউরোজোনের আর্থিক বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে রক্ষাকবচ ব্রিটেনের হাতে থাকবে। স্বদেশে কঠিন রাজনৈতিক লড়াইয়ের মুখে পড়ে ক্যামেরন ব্রিটিশদের এটি দেখাতে উদ্গ্রীব ছিলেন যে, তিনি এমন সব ছাড় আদায় করেছেন, যা ইইউ থেকে অভিবাসী শ্রমিকদের ব্রিটেনে ব্যাপক সংখ্যায় আসা নিরুৎসাহিত করবে এবং ব্রিটেনকে ভবিষ্যতে ইইউর সঙ্গে রাজনৈতিক দিক দিয়ে একীভূত হওয়া থেকে দূরে রাখবে। মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলো নেতাদের সঙ্গে কথা বলে তিনি নিম্ন বেতনভুক অভিবাসী শ্রমিকদের চাকরিকালীন সুযোগ সুবিধা চার বছরের জন্য সীমিত রাখা এবং যাদের শিশুরা বিদেশে রয়ে গেছে তাদের শিশু ভাড়া হ্রাস করার অধিকার লাভ করেন। ব্রিটেনের এরূপ শ্রমিকদের অনেকেই ঐসব দেশ থেকে আগত। ইইউ ত্যাগ করা সমর্থন করেন এমন “ভোট লিভ” প্রচার শিবির ক্যামেরনের “শূন্যগর্ভ” চুক্তিকে ব্রিটেনের জন্য খারাপ বলে উল্লেখ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি তার আলোচনার প্রধান প্রধান লক্ষ অর্জন করেছেন এবং কেবিনেটের কাছে চুক্তিটির বিষয়ে সুপারিশ করবেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আজ অর্জিত সংস্কারসহ ইউরোপীয় ইউনিয়নে থাকতে ব্রিটিশ জনগণকে রাজি করাতে সর্বান্তঃকরণে প্রচার চালাব। তিনি বলেন, চুক্তিতে ইইউ অভিবাসীদের কল্যাণ ভাতা প্রদান জরুরী কারণে সাত বছর পর্যন্ত স্থগিত রাখার সংস্থান রয়েছে। এটি ব্রিটেনকে স্থায়ীভাবেই ঘনিষ্ঠতর সংযুক্তি থেকেও দূরে রাখবে। ক্যামেরন স্বীকার করেন যে, তার অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র বিচারমন্ত্রী মাইকেল গোভ ইইউ ত্যাগ করার পক্ষে প্রচার চালাবেন। তিনি এতে হতাশ হলেও বিস্মিত হননি। ব্রিটেনের ইইউ ত্যাগের (ব্লেক্সিট) সমর্থকরা ক্যামেরনের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। ইইউ বিরোধী এবং ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা নাইজেল ফ্যারেজ টুইটারে বলেন, চুক্তিটি সত্যিকার অর্থেই বেদনাদায়ক। আসুন, আমরা ইইউ ত্যাগ করি, আমাদের সীমান্ত নিয়ন্ত্রণ করি, আমাদের নিজেদের দেশ চালাই এবং প্রতিদিন ৫ কোটি ৫০ লাখ পাউন্ড ব্রাসেলসের হাতে তুলে দেয়া বন্ধ করি। ব্রিটেনের বেশির ভাগ মানুষ স্পষ্টতই ইইউতে থাকার পক্ষে বলে এক সময় জরিপে দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি গণভোটের ফল যে কোন পক্ষেই যেতে পারে বলে বেশির ভাগ জরিপে দেখা যায়।
×